Type to search

মনিরামপুরে কুলটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপন

অভয়নগর

মনিরামপুরে কুলটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপন

প্রিয়ব্রত ধর,নওয়াপাড়া প্রতিনিধী,
ছিয়ানব্বই অঞ্চলের বহু মনিষীর সীমাহীন ত্যাগ ও পরিশ্রমের মাধ্যমে জন্ম নেওয়া নারী শিক্ষা বিদ্যালয় শত বসন্ত অতিক্রম করে একটি সুদৃঢ় অবস্থানে দাড়িয়েছে। সবাই গৌরবে আজ গর্বিত। এ গৌরবের মহেন্দ্রক্ষণকে স্মরণীয় করে রাখতে যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া মাধ্যমি বিদ্যালয়ের বর্ণাঢ্য আয়োজনে শতবর্ষ উদ্যাপিত হয়েছে।
এ উপলক্ষ্যে ২দিন ব্যাপি অনুষ্ঠানের আয়োজনে ২১ ডিসেম্বর প্রধান অতিথি থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রাণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী এমপি স্বপণ ভট্টাচার্য্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পি.বি.এম (বার), পি.বি.এম, পুলিশ সুপার যশোরের প্রলয় কুমার জোরদার, মনিরাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কবির হোসেন সহ প্রবীন প্রাক্তনী ও আঞ্চলিক সুধীবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুলটিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি তরুন কান্তি সিকদার। এদিন মঙ্গল শোভাযাত্রা, উদ্বোধন, আবৃতি, সঙ্গীত, নৃত্য ও বাউল গান অনুষ্ঠিত হয়। ২২ ডিসেম্বর অনুষ্ঠানের শেষ দিন মুক্তেশ^রী ডিগ্রী কলেজ সহকারী অধ্যাপক মদন মোহন চক্রবর্তীর পরিচালনায় কুলটিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা পরষদ সভাপতি ও তরুন কান্তি সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরের মাধবচন্দ্র রুদ্র, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার এ.কে.এম গোলাম আজম, বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের সিরাজুল ইসলাম, কুলটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমলেশ সরকার, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইঞ্জিয়ার বিশ^নাথ শিকদার, পাবনা সাবেক মানসিক হাসপাতালের পরিচালক ড. (ডা:) প্রফেসর তন্ময় প্রকাশ বিশ^াস, ঢাক যুগ্ম করকমিশনারের ইঞ্জিনিয়ার গণেশ চন্দ্র মন্ডল, সরকারী কমার্স কলেজ খুলনার অধ্যক্ষ প্রফেসর কার্তিক চন্দ্র মন্ডল, সহকারী পরিচালক শিক্ষা বিভাগ খুলনার হিরামন বিশ^াস সহ এলাকার শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ও সাধারণ সম্পাদক শতবর্ষ উদ্যাপন কমিটির কমলেষ সরকার। এদিন পরিবেশিত হয় নকুল কুমার পরিচালিত সাংস্কৃতিক অনুষ্ঠান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *