Type to search

ঝিকরগাছায় স্বপ্নলোকের পাঠশালায় মিড ডে মিল’র উদ্বোধন

চৌগাছা

ঝিকরগাছায় স্বপ্নলোকের পাঠশালায় মিড ডে মিল’র উদ্বোধন

 

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা :

যশোরের ঝিকরগাছায় জাতীয় পুরস্কার প্রাপ্ত সংস্থা ও জেলার শ্রেষ্ঠ যুবসংগঠন পেন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান স্বপ্নলোকের পাঠশালায় মিড ডে মিল’র কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। পৌরসভাস্থ মোবারকপুর কলেজপাড়ায় অবস্থিত সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান স্বপ্নলোকের পাঠশালার ২য় ক্যাম্পাসে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার সময় ছোট ছোট কোমলমতি শিশুদের চকলেট কুড়ানো, বিস্কুট খেলা, বেলুন ফোলানো সহ নানা রকম খেলাধুলা এবং দুপুরে ৯৪জন শিক্ষার্থীদের মাঝে খেচুড়ি ও ডিম বিতরণের মাধ্যমে মিড ডে মিল’র উদ্বোধন ও বর্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি খ্যাতিমান সাহিত্যিক ও স¤প্রতি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত হোসেনউদ্দীন হোসেন।
পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও স্বপ্নলোকের পাঠশালার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মেঘনা ইমদাদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও পেন ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক সফিয়ার রহমান, কবি,অনুবাদক ও পেন ফাউন্ডেশনের পরামর্শক টিপু সুলতান, পেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইমদাদুল হক ইমদাদ, প্রোগ্রাম সমন্বয়কারী আলফ্রেড মন্ডল, স্বপ্নলোকের পাঠশালার সহকারী শিক্ষক রতœা ইসলাম, বিথী খাতুন ও মায়মুনা সুলতানা একা, কন্ঠ শিল্পী আবুল হোসেন ও চম্পা নওরীন, মিউজিশিয়ান সমীর চক্রবর্তী ও বাবু, স্বেচ্ছাসেবক পাপিয়া সুলতানা তিশা, সোহেল রানা, শান্তাহার মিথিলা, তুষার সহ আরো অনেকে। উল্লেখ্য, অনুষ্ঠানের পরিশেষে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত হোসেনউদ্দীন হোসেনের ৮২তম জন্মদিন উপলক্ষ্যে কেক জন্মদিন পালন করা হয়।