Type to search

ঝিকরগাছায় শিক্ষার্থীদের পাঠাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে ক্যাম্পেইন

ঝিকরগাছা

ঝিকরগাছায় শিক্ষার্থীদের পাঠাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে ক্যাম্পেইন

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা :

যশোরের ঝিকরগাছায় মাদক, মোবাইল ও মটরসাইকেল ছাড়ি পাঠাভ্যাস গড়ে তুলি এই ¯েøাগানকে সামনে রেখে বাল্য বিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা এবং পাঠাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে পাঠচক্র ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠান পেন ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সকালে উপজেলা বাঁকড়া ডিগ্রী কলেজের হলরুমে পাঠচক্র ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন, যশোরের স্থানীয় সরকারের উপ পরিচালক (উপ সচিব) মোঃ হুসাইন শওকত। প্রধান আলোচক ছিলেন, যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের সহকারী অধ্যাপক (ইতিহাস বিভাগ) ও সপ্তাহে একটি বই পড়ি’র ও প্রতিষ্ঠাতা মোঃ শাহ্জাহান কবীর। অনুষ্ঠানে বিশিষ্ট সাহিত্যিক ও পেন ফাউন্ডেশনের সভাপতি মোঃ সফিয়ার রহমানের সভাপতিত্ব ও নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ’র স্বাগত বক্তব্যের মাধ্যমে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিণ, জেলা সহকারী তথ্য অফিসার এলিন সাঈদ-উর রহমান, বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আনিসুর রহমান, বাঁকড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ সামছুর রহমান, শিক্ষক, সাংবাদিক, দু’শতাধিক শিক্ষার্থীসহ পেন ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, অনুষ্ঠানে বক্তারা বলেন, বইয়ের মত এত বিশ্বস্ত বন্ধু আর নেই। ভাল বন্ধু, ভাল বই এবং একটি শান্ত বিবেক: এটি আদর্শ জীবন। জীবনকে সুন্দরভাবে গঠন করতে হলে বই পড়ার বিকল্প নাই। কুইজ প্রতিযোগিতায় তিনজনকে বঙ্গবন্ধুর লেখা বই উপহার দেওয়া হয়েছে।