Type to search

‘জলাবদ্ধতার জন্য সরকারি-বেসরকারি সব পর্যায়েরই দায় রয়েছে’

রাজধানী

‘জলাবদ্ধতার জন্য সরকারি-বেসরকারি সব পর্যায়েরই দায় রয়েছে’

অপরাজেয়বাংলা ডেক্স: জলাবদ্ধতার জন্য সরকারি বেসরকারি সব পর্যায়েরই দায় রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস।

বৃহস্পতিবার সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতাপ্রবণ এলাকা পরিদর্শন শেষে একথা বলেন তিনি। আজিমপুর বাসস্ট্যান্ডের পাশে গণপূর্তের প্রকল্প নির্মাণ করতে ড্রেন ভরে ফেলায় ক্ষোভ প্রকাশ করেন মেয়র। পরে বিভিন্ন স্থানে ড্রেনের স্ল্যাব খুলে তা পরিষ্কার করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

এ সময় মেয়র বলেন, ‘আসন্ন কোরবানি ঈদে পশুর হাট যেন স্বাস্থ্যবিধি মেনে পরিচালনা করা হয় তার সার্বিক প্রস্তুতি তারা সম্পন্ন করেছেন।’ এর আগে, ২৬ নম্বর ওয়ার্ডে বর্জ্য অপসারণের একটি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের উদ্বোধন করেন।

সূত্র,ডিবিসি নিউজ