Type to search

চৌগাছা ট্রাফিক পুলিশের মামলায় এক জন গ্রেপ্তার ও ট্রাফিকপুলিশের ঝটিকা অভিযানে ৩০মোটরসাইকেল  জব্দ

চৌগাছা

চৌগাছা ট্রাফিক পুলিশের মামলায় এক জন গ্রেপ্তার ও ট্রাফিকপুলিশের ঝটিকা অভিযানে ৩০মোটরসাইকেল  জব্দ

শ্যামল দত্ত(যশোর) চৌগাছা থেকে ঃ

যশোরের চৌগাছা ট্রাফিক পুলিশের মামলায় জিউল গারির গ্রামের বাসিন্দ আবুল কাশেমের ছেলে রাসেল উদ্দিন (৩০) গ্রেফতার করেছে চৌগাছা থানার পুলিশ ও নিবন্ধন বিহীন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকার অপরাধে  ৩০টি মোটরসাইকেল জব্দ করেন ট্রাফিক পুলিশ। মঙ্গলবার(  ৬, সেপ্টেম্বর) সকাল  ৯ টা  থেকে বিকাল ৫ টা পর্যন্ত ট্রাফিক পুলিশ যশোরের টি আই-১ মাহাফুজুর রহমান, এস আই মাসুম আহমদ ,টি আই-৩ সমন্দ্র কুমার মুন্সী, ট্রাফিক পুলিশের সার্জেন্ড খাইরুল হক, মেহেদী হাসান, সাজ্জাদ হোসেন, সনৎ রায়,
এ টি এস‌ আই  অনিমেষ বিশ্বাস ,আনারুল ইসলাম নেতৃত্বে শহরের বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে এসব মোটরসাইকেল জব্দ করেন মোটরসাইকেল মালিকের নামে মামলা দেওয়া হয়। যশোর ট্রাফিক পুলিশ টি আই   মাহাফুজ রহমান বলেন যেসব মোটরসাইকেলে নিবন্ধন লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট এই সব মোটরসাইকেল আটক করা হয়েছে। চৌগাছা থানার   ডিউটি অফিসার এস আই ফারুক হোসনবলেন চৌগাছা থান ৩০টি মোটরসাইকেল থানায়  হেফাজত দিয়েছেন।  মোটরসাইকেল জব্দ অভিযানে চৌগাছা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সবুজ সার্বিক সহযোগিতায় করেছেন। এদিকে
ইংরেজি ৫ তারিখে ট্রাফিক পুলিশ পার বাজার মোটরসাইকেল জব্দ করার সময় মোটরসাইকেল আরোহী জিউলগারী গ্রামের আবুল কাশেমের ছেলে রাসেল উদ্দিন(৩০) মোটরসাইকেল চালীয়ে বাজারে ঢুকছিলেন এমন সময় মোটরসাইকেলের কাগজপত্র পরীক্ষার জন্য রাসেলের কাছে দেখতে চান এমন সময় কাগজপত্র না দিয়ে টি এস আই মাসুম আহমেদ ও এটি এস আই কামরুজ্জামানের ধাক্কাধাক্কি করেন পরে ট্রাফিক পুলিশের অভিযোগে মামলায় রূপান্তরিত রাসেল উদ্দিন (৩০) গ্রেফতার করেন চোখে পুলিশ।