Type to search

চৌগাছায় সাবেক চেয়ারম্যান মিন্টুর ৮ম শাহাদৎ বার্ষিকী পালিত

চৌগাছা

চৌগাছায় সাবেক চেয়ারম্যান মিন্টুর ৮ম শাহাদৎ বার্ষিকী পালিত

শ্যামল দত্ত(যশোর) চৌগাছা থেকেঃ
যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও চৌগাছার সিংহঝুলি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান মিন্টুর ৮ম শাহাদৎ বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
রবিবার সকালে যশোর শহরের কারবালায় তাঁর কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে উপজেলা ছাত্রলীগ। দিনব্যাপি বিভিন্ন মসজিদে কুরআন খানি ও দোয়া অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে চারটায় শহরের মুক্তিযুদ্ধ ভাস্কর্য মোড়ে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক জিয়াউর রহমান রিন্টুর সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয় ছাত্র সংসদের (বাকসু) ভিপি কৃষিবিদ আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন চৌগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান।
উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবীর সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নিহত মিন্টু চেয়ারম্যানের চাচা অবসরপ্রাপ্ত অধ্যাপক মিজানুর রহমান মধু।
অন্যান্যের মধ্যে চৌগাছা প্রেসক্লাবের সম্পাদক প্রভাষক অমেদুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মোমিনুর রহমান, প্রেসক্লাবের সংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ছাত্রলীগের দপ্তার সম্পাদক শ্যামল দত্ত,পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বকুল হোসেন, সম্পাদক রোকনুজ্জামান সুমন, চৌগাছা সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আবু সাঈদ মানিক, পৌর স্বেচছ সেব লীগের সহ-সভাপতি ও পৌর কাউন্সিলার রুহুল আমিন,যুগ্ন সাধারণ সম্পাদক আসিব আহমেদ,জগদীশপু ইউনিয়ন স্বেচছাসেবক লীগের সভাপতি তপন বিশ্বাস,সাধারণ সম্পাদক তাসিকুল ইসলাম,পাশাপোল ইউপি স্বেচছাসেবক লীগ সভাপতি মেহেদী হাছান ,সাধারণ সম্পাদক শফিকুর ইসলাম,সহ-সভাপতি ডাঃঅসিম বিশ্বাস,৭ নং ওয়ার্ড নারায়নপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মেজবাহ উদ্দিন ইটুসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ জিল্লুর রহমান মিন্টুর স্মৃতি স্মরণ করে বক্তৃতা করেন।
২০১৩ সালের ২৬ সেপ্টেম্বর দুপুরে প্রকাশ্য দিবালোকে সিংহঝুলি শহীদ মসিয়ূর রহমান মাধ্যমিক বিদ্যালয় মাঠে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। তাঁর হত্যা মামলাটি যশোর আদালতে বিচারাধীন। তিনি ১৯৯৪-২০০২ পর্যন্ত যশোর জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন।
জিল্লুর রহমান মিন্টু চৌগাছা উপজেলা পরিষদের প্রথম দু’বার নির্বাচিত চেয়ারম্যান উপজেলার পিতম্বরপুর গ্রামের মরহুম আতিউর রহমানের ছেলে।
০১৭৭০৬৫৪৫৪৬