Type to search

চৌগাছায় দেশীয় প্রজাতির মৎস্য চাষের ব্যবস্থাপনার প্রশিক্ষণ

চৌগাছা

চৌগাছায় দেশীয় প্রজাতির মৎস্য চাষের ব্যবস্থাপনার প্রশিক্ষণ

শ্যামল দত্ত(যশোর) চৌগাছা থেকেঃ যশোরের চৌগাছায় দেশীয় প্রজাতীর মৎস্য চাষের ব্যবস্থাপনাদের প্রশিক্ষণ অনুষ্ঠত হয়।
গতকাল রবিবার সকাল ১০ সমায় উপজেলা সভা কক্ষে মৎস্য অধিদপ্তার বাস্তবায়নে ৩ দিন ব্যাপি প্রশিক্ষণ শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ড.মোসÍানিছুর রহমান ,প্রশিক্ষক হিসাবে মৎস্য চাষিদের প্রশিক্ষণ দেন উপজেলা কর্মকর্তা হরিদাস দেবনাথ,ক্ষেত্র সহকারী অফিসার মিজানুর রহমান,শৌমিক রায়,হারুন অর রশিদ। উপজেলায় পুকুরে দেশীয় প্রজাতির মাছ চাষ করে অর্থনৈতিক ভাবে স্ব নির্ভর হতে পারে,মৎস্য চাষে ৬০ জন প্রক্ষিকার্থী মধ্যে পুরুষ ১৫ জন। বিষেশ করে ৪৫ জন মহিলা মাছ চাষের পশিক্ষণ নিয়ে নিজে কে স্বনির্ভর করতে পারবে ,দেশীয় মাছ বৃদ্ধি পাবে আমিষের জাতীয় খাদ্য বৃদ্ধি পাবে। দেশীয় মাছ চাষে প্রশিক্ষণ নেন কৈ মাছ, শিং মাছ,মাগুর মাছ ,পাবদা মাছ টেংরা মাছ এর উপর মৎস্য চাষীরা প্রশিক্ষণ নেন।