Type to search

অভয়নগরে ভূমিহীনদের উচ্ছেদ করে আশ্রায়ণ প্রকল্পের ঘর নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন

অন্যান্য

অভয়নগরে ভূমিহীনদের উচ্ছেদ করে আশ্রায়ণ প্রকল্পের ঘর নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগরে ভূমিহীনদের উচ্ছেদ করে মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর উপহার গৃহহীনদের বাড়ি নির্মাণ কাজ বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪/০১/২০২২) দুপুরে উপজেলার পুড়াটাল গ্রামে নির্মাণধীন প্রকল্পের সামনে দাঁড়িয়ে ভূক্তভোগী ওইসব ভূমিহীন পরিবাবের সাথে সহমর্মিতা প্রকাশ করে এলাকার শতশত নারী পুরুষ মিলে এ মানবন্ধনে অংশগ্রহণ করেন। ঘন্টাব্যাপী চলে এ মানববন্ধন।
মানববন্ধনে দাঁড়িয়ে জমির মালিক শতবর্ষী ওয়াদুদ গাজী বলেন, আমার বাবা প্রায় একশত বছর আগে প্রথমে ওই জমিতে বসতি স্থাপন করে সেই থেকে আমি আমার পরিবার নিয়ে এখানে বসবাস করে আসছি। তিনি আরো বলেন,এরশাদ সরকারে আমলে আমি ওই জমির বন্ধোবস্ত পেয়েছিলাম। সে মোতাবেক আমি নামজারি করি ও খাজনা পরিশোধ করি। কিন্তু হাল রেকর্ডে সরকারের ১/১ খতিয়ানে রেকর্ডভূক্ত হয়েছে।
ওয়াদুদ গাজীর ছেলে হামিদ গাজী বলেন, উপজেলা ভূমি অফিসের লোকজন আমাদের বাস্ত ভিটায় আশ্রায়ণ প্রকল্প করার চেষ্টা করতে থাকলে আমি আদালতে মামলা করি। মামলায় আদলত সরকারের বিরুদ্ধে কেন নিষেধাজ্ঞা জারি করা হবে না তা জানতে চেয়ে ভূমি কর্মকর্তাকে কারণ দর্শনোর নোটিশ দিয়েছে। নোটিশ পেয়েও ওরা নির্মাণ করা করছে। এ অভিযোগ আদালতে দিয়েছিলাম। পরে আদালত বিষয়টি সরজমিনে তদন্তের জন্য একটি উকিল কমিশন গঠন করে। উকিল কমিশন গতকাল রোববার(২৩/১/২২) সরজমিনে মাপজোপ করে গেছেন। আদালতে মামলা করায় ভূমি অফিসের নায়েব ক্ষিপ্ত হয়ে আমাকে নানা ভাবে ভয় ভীত দেখাচ্ছেন। আমরা নিরুপায় হয়ে এ মানববন্ধন করছি।
এলাকার সমাজসেবক লতিফুর রহমান(৭০) বলেন, এখানে ৪৪ শতক জমি আছে এই জমির মধ্যে ওয়াদুজ গাজীর চার ছেলে ও দুই মেয়ে পৃথক পৃথক বাড়ি করে বসবাস করে এবং ওরা সবাই ভূমিহীন। এলাকায় অনেক খাস জমি আছে যা জোরদার ধনীশ্রেণির লোকজন ভোগ দখল করছে। ভূমি অফিস তাদের জমি না নিয়ে ভূমিহীনদের জমিতে আশ্রাণ প্রকল্প করে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার গৃহহীনদের বাড়ি উপহার দেওয়া হলে প্রধান মন্ত্রী এ কাজে খুশি হতে পারবে না বলে আমি মনে করি। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ভূমি কর্মকর্তার বিরুদ্ধে লেখা নানা রকম ¯েøাগানের প্লা কার্ড বহন করছিলো। এতে লেখা ছিলো শতবছর যাবত বসবাসকারী ভূমিহীনদের উচ্ছেদ করে আশ্রায়ণ প্রকল্প নির্মাণ করা চলবে না, ভূমি অফিসের খামখেয়ালীপানা বন্ধ করো ইত্যাদি।
ওই পরিবাবের সাথে এলাবাসী যোগ দিয়ে উপজেলার নির্মাধীন ওই প্রকল্পের সামনে দাড়িয়ে শতশত নারী পুরুষ এ মানববন্ধনে যোগ দেয়।যোগ অেভিযোগের প্রেক্ষিতে গঠিত উকিল কমিশনের তদন্ত সম্পন্ন হয়েছে। রোববার দুপুরে আদলত কর্তৃক গঠিত চার সদস্য বিশিষ্ট উকিল কমিশন সরজমিনে উপজেলার পুড়াটাল গ্রামে অবস্থিত নালিশী জমিতে হাজির হয়ে ওই তদন্ত কাজ সম্পন্ন করেন।

প্রসঙ্গত বাপ – দাদার আমল থেকে বসবাসকারি ভূমিহীন ওয়াদুদ গাজীর বংসধরদের বাস্তবাড়ি থেকে উচ্ছেদ না করার জন্য ওই জমিতে বসবাসকারিরা আদালতে স্থায়ী ও অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে সরকারের বিপক্ষে মোকাম যশোর অভয়নগর সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন। মামলা নং দেওয়ানী -২৪/২২ তারিখ ১৬-০১-২০২২।
মামলার বাদি পক্ষের উকিল লতিফুর রহমান খোকন জানান, মামলা রজু হওয়ার পরে আদালত কাজ বন্ধ করতে নিষেধাজ্ঞা জারির উদ্যেশে কারণ দর্শানোর নির্দেশ দেন। বিবাদিরা আদালতের নিষেধাজ্ঞা নোটিশ পাওয়ার পরেও নালিশী জমিতে স্থাপনা নির্মানের কাজ করছেন। এমন অভিযোগের ভিক্তিতে গত ১৮ জানুয়ারী আদালত সরজমিনে তদন্ত করে রিপোর্ট দাখিল করতে ৪ সদস্য বিশিষ্ট উকিল কমিশন গঠন করেন। কমিশনের সদস্যরা হলেন সার্ভেনোয়িং এ্যাডভোকেট আমিনুর রহমান, এ্যাডভোকেট মো: লতিফুর রহমান খোকন, এ্যাডভোকেট মো: মেহেদী ইসলাম বাপ্পী ও সার্ভেনোয়িং এর সহকারি মোমিনুর রহমান।
উকিল কমিশন রোববার দুপুরে সরজমিনে তদন্ত কাজ সম্পন্ন করেন। এ সময় উপস্থিত ছিলেন, বিবাদি (সরকার পক্ষের) উপজেলা সার্ভেয়ার শহিদুল ইসলাম, সংশ্লিষ্ট মহাকাল ইউনিয়ন ভূমি অফিসের সহকারি কর্মকর্তা(নায়েব) ফারুক আহমেদ ও সহকারি নায়েব তৌহিদুর রহমান। উকিল কমিশন ঘটনাস্থলের তথ্য সংগ্রহকারি সাংবাদিকদের এক সাক্ষাতকারে জানান, মামলার আরজির সাথে ঘটনার মিল পাওয়া গেছে। আমরা দ্রæত আদালতে তদন্ত রিপোর্ট পেশ করবো। আদালত ন্যায় বিচার করবেন।
এ ব্যপারে বিবাদি পক্ষের কাছে জানতে চ্ইালে ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা ফারুক আহমেদ জানান, আমরা সরকারের এক খতিয়ান ভূক্ত খাস জমিতে মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর উপহার গৃহহীনদের ঘর নির্মাণ কাজ করছি । কোন ভূমিহীনের জমিতে স্থাপনা নির্মাণ করছি না।
মামলার বাদি পক্ষের উকিল লতিফুর রহমান খোকন আরো জানান, ওই জমিতে বসবাসকারি ওয়াদুদ গাজীর(৯৫) ছেলে হামিদ গাজী, আমজেদ গাজী, আলমগীর গাজী ও সেলিম গাজী বাদি হয়ে বাংলাদেশ সরকারের পক্ষে যশোরের জেলা প্রশাসক, অতি: জেলা প্রশাসক, সহকারী কমিশনার (ভূমি) অভয়নগর ও অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তাকে বিবাদী করে মামলা দায়ের করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে সরকারের বিরুদ্ধে কেন নিষেধাজ্ঞার আদেশ হবে না এই মর্মে কারণ দর্শানো/ সমন ও মূল সমন জারি হওয়া সত্তে¡ও উক্ত আদেশ উপেক্ষা করে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ফারুক হোসেন ও সহকারি কমিশনার (ভূমি) অভয়নগর , প্রভাব খাটিয়ে অবৈধভাবে গাছ কর্তণ করিয়াছে এবং বাদি সেলিম গাজীর ঘর ভাঙ্গিয়া দিয়েছে।
পুড়াটাল গ্রামের গণ্যমান্য ব্যক্তি হাজী আব্দুল লতিফ (৭০) বলেন, পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে ওয়াদুদ গাজীর চার ছেলে ও দুই মেয়ে পৃথক পৃথক বাড়ি নির্মাণ করে সরকারি ওই জমিতে বসবাস করে আসছেন। তারা সকলেই ভূমিহীন, ‘ওয়াদুদ গাজীর দুই ছেলে ভ্যান চালায় ও অপর দুই ছেলে দীন মজুরের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছে।্ এ ছাড়া তার আরো দুই মেয়ে ও জমিতে বসবাস করে, তারা মিল শ্রমিকের কাজ করে। বর্তমানে ওয়াদুদ গাজীর বয়স প্রায় শতবছর। তিনি অতিশয় বৃদ্ধ। তার দখলীয় জমিতে কোন নোটিশ না দিয়েই গাছ গালা কাটা ও ঘর দোর ভাঙ্গা শুরু করেছে ভূমি অফিসের লোকজন। তা দেখে ওয়াদুদ গাজী হার্টফেল ও করতে পারেন বলে তিনি মনে করেন।’ স্থানীয় মসজিদের মুয়াজ্জেন আবুল হোসেন(৯০) বলেন, এখানে বসবাস কারি সবাই ভূমিহীন, শুনছি এদের উচ্ছেদ করে প্রধান মন্ত্রীর উপহার গৃহহীনদের ঘর বাড়ি বানাবে। এরাও তো ভূমিহীন এদের উচ্ছেদ করলে এরা কোথায় যাবে।
বৃদ্ধ ওদুদ গাজী(৯৫) বলেন,‘ আমার পিতা ওই জমিতে প্রথম বসতি স্থাপন করে। সেই থেকে আমি ছেলেমেয়ে নিয়ে এখানে বসবাস সকরে আসছি।’
সরজমিনে গত রোববার বিকালে ঘটনাস্থলে যেয়ে দেখা যায়, ওয়াদুদ গাজীর দখলে থাকা ওই জমি থেকে চারা ও মাঝারি আকারের প্রায় শতাধিক মেহগনি গাছ কেটে নেওয়া হয়েছে। এছাড়া আরো কিছু ফলদ গাছ কাটা হয়েছে। আমজাদ গাজীর মুরগীর খামার, গোয়ালঘর, খড়ের ঘর ও সেলিম গাজীর শতাধিক কলাগাছ কেটে সাবাড় করা হয়েছে। সেখানে একটি সাইন বোর্ড ঝুলানো হয়েছে। তাতে লেখা রয়েছে- “মুজিব বর্ষে প্রধান মন্ত্রীর উপহার গৃহহীনদের বাড়ি নির্মার্ণের নির্ধারিত স্থান”।
এ ব্যপারে জানতে চাইলে সংশ্লিষ্ট প্রেমবাগ ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা ফারুক হোসেন বলেন, ‘আমি এসিল্যান্ডের নির্দেশ পেয়ে এ কাজ করেছি, আপনি উনাকে জিজ্ঞাসা করেন’। দায়িত্বপ্রাপ্ত সহকারি কমিশনার (ভূমি) (এসিল্যান্ড) তানজিলা আক্তার বলেন, ‘আমি আদালতের কোন নোটিশ পাইনি, পাইলে জবাব দেবো। তিনি আরো বলেন, ওরা প্রকৃত ভূমিহীন হলে উনাদেরও বাড়ি দেওয়া হবে।’