Type to search

চৌগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

চৌগাছা

চৌগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

চৌগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা

শ্যামল দত্ত চৌগাছা যশোর) প্রতিনিধিঃ

যশোরের চৌগাছায় জাতীয় মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের মৎস্য সপ্তাহের স্লোগান ” নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ”। মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১১ টায় এক র্যালীর আয়োজন করা হয়। এরপর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল ( অবঃ) অধ্যাপক ডাঃ নাসির উদ্দীন এমপি।

উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। এসময় স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য অফিসার হরিদাস কুমার দেবনাথ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সবুজ, সুখপুকুরিয়া ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার পপি,জেলা পরিষদের সদস্য শায়লা জেসমিন,জগদীশপুর ইউনিয়ন চেয়ারম্যান সিরাজুল ইসলাম, ধুলিয়ানী ইউনিয়ন চেয়ারম্যান মোমিনুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসতিয়াক আহমেদ, সমবায় অফিসার অহিদুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসার ফেরদৌসী খাতুন, যুব উন্নয়ন অফিসার সুভাষচন্দ্র চক্রবর্তী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল মিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিয়াউর রহমান রিন্টু, কাউন্সিলর সিদ্দিকুর রহমান, উপজেলা যুবলীগ যুগ্ন আহবায়ক শরিফুল ইসলাম, আনিচুর রহমান, ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক হাসেম আলী, সরকারি কলেজ শাখার সভাপতি আশিকুজ্জামান রিংকু, সাধারণ সম্পাদক মিকাইল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে সফল মৎস্য সংগঠক হিসেবে পুড়াপাড়া মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ ক্রেষ্ট ও সম্মাননা স্মারক গ্রহন করেন। এবং সফল মৎস্য চাষী হিসেবে হিসেবে ক্রেষ্ট ও সম্মাননা পান আব্দুল আহাদ আলী ও মেহেদী মাসুদ চৌধুরী।এরপর কপোতাক্ষ নদ সংলগ্ন উপজেলার হাজরাখানা খালে ১শ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।