Type to search

অভিশপ্ত যারা

সাতক্ষীরা সাহিত্য

অভিশপ্ত যারা

বিলাল হোসেন মাহিনী
অভিশপ্ত জীবন বড়ই যন্ত্রণাদায়ক। আর তা যদি হয় আল্লাহ ও তাঁর রাসুলের (সা.) অভিশাপ, তবে তা দুনিয়া ও আখিরাতের জন্য মারাত্মক ক্ষতির কারণ। আসুন জেনে নিই, অভিশপ্ত কারা।
কাফির ও মুশরিক ব্যক্তি অভিশপ্ত ঃ কুফরি বা শিরক করার পর তাওবা না করে মারা গেলে এমন ব্যক্তির ওপর আল্লাহর লানত বর্ষিত হয়। পবিত্র কোরআনে এসেছে, ‘নিশ্চয়ই যারা অবিশ্বাস করে এবং অবিশ্বাসী অবস্থায় মৃত্যুবরণ করে, তাদের ওপর আল্লাহর অভিশাপ এবং ফেরেশতা ও গোটা মানবজাতির অভিশাপ।’ (সুরা বাকারা, আয়াত : ১৬১-১৬২) এছাড়াও ‘যারা আল্লাহ ও তাঁর রাসুলকে (সা.) কষ্ট দেয়, আল্লাহ তাদের প্রতি ইহকাল ও পরকালে অভিশাপ করেন। আর তিনি তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন লাঞ্ছনাকর শাস্তি।’ (সুরা আহজাব, আয়াত : ৫৭) আত্মীয়তার বন্ধন ছিন্নকারীর উপরও আল্লাহর অভিশাপ বর্তায়।’ (সুরা মুহাম্মাদ, আয়াত : ২৩)
বেশ-ভূষা পরিবর্তনকারী ঃ যে নারী পুরুষের পোশাক গ্রহণ করে এবং যে পুরুষ নারীদের পোশাক, চালচলন নকল করে, তাদের ওপর আল্লাহর রাসুলের (সা.) অভিশাপ বর্ষিত হয়। আবদুল্লাহ বিন আব্বাস (রা.) বলেন, ‘আল্লাহর রাসুল (সা.) নারীর বেশ ধারণকারী পুরুষদের এবং পুরুষের বেশ ধারণকারী নারীদের অভিশাপ করেছেন।’ (সহীহ বুখারি-৫৮৮৫) ঘুষদাতা ও ঘুষগ্রহীতার ওপর লানত ঃ আবদুল্লাহ বিন আমর (রা.) বলেছেন, ‘ঘুষ আদান-প্রদান করা অভিশাপের কারণ। হাদিসে এসেছে, ‘রাসুল (সা.) ঘুষদাতা এবং ঘুষগ্রহীতা উভয়ের ওপর লানত করেছেন।’ (আবু দাউদ-৩৫৮০)
পাপ কাজে লিপ্ত ব্যক্তির ওপর আল্লাহর লানত (অভিশাপ) বর্ষিত হয়। এমন পাপীর দৃষ্টান্ত হলো, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘ঐ ব্যক্তির ওপর আল্লাহর অভিশাপ, যে তার মা-বাপকে অভিশাপ দেয় ঐ ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ-যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবেহ দেয়, ঐ ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ-যে ব্যক্তি কোনো বিদয়াতীকে আশ্রয়-প্রশ্রয় দেয়, ঐ ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ-যে ব্যক্তি অন্যের বাড়ির নিশানা পরিবর্তন করে (অর্থাৎ জুলুম করে) নিজের করে নেয়। (সহীহ মুসলিম-১৯৭৮)
নবীজি (সা.) বলেন, যে ব্যক্তি অন্যের একটা ডিম চুরি করে-তার ওপর আল্লাহর অভিশাপ, অন্যায়ভাবে কেউ যদি একটা রশি চুরি করে তার ওপরও আল্লাহর অভিশাপ।’ (সহীহ বুখারি-৬৭৮৩) মদের সাথে সংশ্লিষ্ট দশ ব্যক্তির ওপর নবীজির (সা.) অভিশাপ। আনাস বিন মালেক (রা.) বলেন, ‘মদের সঙ্গে সম্পৃক্ত ১০ শ্রেণির লোককে রাসুল (সা.) লানত করেছেন। মদ প্রস্তুতকারী, পানকারী, বহনকারী, যার জন্য বহন করা হয়, যে পান করায়, বিক্রয়কারী, এর মূল্য গ্রহণকারী, যে মদ ক্রয় করে এবং যার জন্য ক্রয় করা হয়।’ (তিরমিজি, হাদিস : ১২৯৫)
উপরোক্ত পাপ কাজসমূহ থেকে বিরত থেকে আল্লাহ ও তাঁর রাসুলের (সা.) অভিশাপ থেকে আমরা যেনো বেঁচে থাকতে পারি। (আল্লাহুম্মা আমিন)