Type to search

চৌগাছায় ঈদকে সামনে রেখে কাপড়ের দোকানে উপচে পড়া ভীড়

নড়াইল

চৌগাছায় ঈদকে সামনে রেখে কাপড়ের দোকানে উপচে পড়া ভীড়

শ্যামল দত্ত চৌগাছা যশোর প্রতিনিধিঃ

যশোরের চৌগাছায় ঈদকে সামনে রেখে কাপড়ের দোকানে উপচে পড়া ভিড় হচ্ছে। উপজেলার বিভিন্ন শপিং মহল কাপড়ের দোকান, কসমেটিক দোকান, জুতার দোকানগুলোতে বেশিরভাগ কেনাকাটা করতে দেখা যাচ্ছে মহিলা ও কিশোরীদের। দেখা গেছে, গার্মেন্টস ও শপিং মলে শিশুদের পোশাক ও জুতা বিক্রয় হচ্ছে। মহিলা ও কিশোরী পোশাকের সাথে মেশিনের সুতা ক্রয় করছে ক্রেতারা। কসমেটিকস দোকানগুলোতে শিশুদের ব্যান্ড নেল পালিশ লিপ্সটিক ও মহিলা – কিশোরীরা বিভিন্ন কোম্পানির মেহেদী ক্রয় করছে। পরশমনি শপিং মল , মনেবরেখ শপিং মল, চৌগাছা শপিং মল, রিমঝিম শপিং মল, মেসার্স মুজিদ ক্লাথ স্টোর, রনি মুন্নী শাড়ির ঘর, প্রীতম ফ্যাশনসহ বড় বড় শপিং মহল ঘুরে দেখা গিয়েছে হাড়ির ভিতরে জামদানি সুতি, সুতি টাঙ্গাইল, পাকিজা শাড়ি ও বিভিন্ন কালারের জর্জেট শাড়ি বিক্রয় হচ্ছে। মেয়েদের পোশাকের ভিতর জর্জেট থ্রি পিস, এলিনা ফোর অরগান থ্রী,ছারাবা লেহেংগা, ছেলেদের শার্ট- প্যান্ট, টি-শার্ট, পাঞ্জাবী, টুপি ও জুতা ক্রায় করার জন্য ব্যস্ত সময় পার করছে। পরশৃনি শপিং মহলে প্রোভাইটার সাধন সরজার(তরুন) বলেন ঈদকে সামনে রেখে বেশিরভাগ বিক্রয় হচ্ছে বিভিন্ন কালেকশনের থ্রী পিচ জুতার সাথে ম্যাচিং করে ক্রেতারা ক্রয় করছে শিশুর নতুন কালেকশনের ফোরাক জামদানি থ্রি পিস, পাকিজা থ্রি পিস, এলিনা থ্রীপিচ পছন্দ করে ক্রয় করছে। শিশুদের জামা কাপড় বেশি বিক্রি হচ্ছে।