Type to search

ইতিহাসে ফেল করায় এইচএসসি ছাত্রীর আত্মহত্যা

অন্যান্য

ইতিহাসে ফেল করায় এইচএসসি ছাত্রীর আত্মহত্যা

নড়াইল প্রতিনিধি:::

নড়াইলের লোহাগড়ায় এইচএসসি পরীক্ষায় ফেল করায় সুরাইয়া আক্তার আশা (১৮) নামে এক ছাত্রী আত্মহত্যা করেছেন। সোমবার (২৭ নভেম্বর) ওই উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত সুরাইয়া আক্তার ওই ইউনিয়নের মাকড়াইল(খান পড়া) গ্রামের মো. ফিরোজ খানের মেয়ে। তিনি উপজেলার লক্ষীপাশা মহিলা ডিগ্রি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন সোমবার রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুরাইয়া আক্তার আশা লক্ষীপাশা মহিলা ডিগ্রি কলেজে থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেন। গত রোববার (২৬ নভেম্বর) সারা দেশে একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়। এতে একটি বিষয়ে (ইতিহাস) অকৃতকার্য হন আশা। স্বজনদের সান্ত্বনা শর্তেও নিজের ফলাফলের ওপর অভিমান করে রাতের খাবার না খেয়েই শুয়ে পড়েন। সকালে স্বজনরা ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে মৃত অবস্থায় আশাকে উদ্ধার করেন। মৃতের বড় বোন সময় সংবাদকে বলেন, ‘আমার ছোট বোনের শারীরিক অসুস্থতার কারণে ইতিহাস পরীক্ষা ভালো হয়নি। তার ফলাফল অন্য বিষয়ে ভালো হলেও এক বিষয়ে ফেল সে নিজের থেকে মেনে নিতে পারেনি। গতকাল থেকে আমরা সবাই অনেক বুঝিয়ে স্বাভাবিক করছিলাম, কিন্তু সকালে সে দুনিয়া থেকে এভাবে চলে গেল।’ লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাসির উদ্দীন বলেন, ‘মৃত এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ ময়নাতদন্তের জন্য রাতে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিমানে আত্মহত্যা নাকি অন্য কোনো বিষয় আছে তা আমরা তদন্ত করে দেখছি