Type to search

রঞ্জিত বাওয়ালী

জাতীয়

রঞ্জিত বাওয়ালী

রঞ্জিত বাওয়ালী। প্রান্তিক কৃষক। প্রকৃতিকে প্রাকৃত রাখাই যে পৃথিবীতে মানবের বসতির জন্য সবচেয়ে জরুরী শর্ত- সেই কথা ৮০ বছর ধরে ক্রমাগত উপলব্ধি করে চলেছেন। আজীবন সংগ্রামী তিনি। বড় হোক ছোট হোক, নদীতে ক্রস ড্যাম ও সাইড ড্যাম তৈরির বিরুদ্ধে তিনি সুন্দলী- মশিয়াহাটি-ডুমুরিয়া জনপদের মানুষকে সংগঠিত করে চলেছেন বহু বছর ধরে। তাঁর এক ডাকে হাজার হাজার নারী-পুরুষ কৃষক খুলনা-ঢাকা মহাসড়ক অবরোধ করেছিল। পুলিশের লাঠির ঘায়ে তাঁর দুইচোখ অন্ধ হয়ে যায়। পরবর্তীতে অস্ত্রপচারে একটি চোখে আলো ফিরেছে।
নদী ও বিলের মধ্যে জোয়ার-ভাটার প্রাকৃতিক জলপ্রবাহ অবাধ রাখার দাবী তাঁর নেতৃত্বে ভবদহ অঞ্চলের মানুষের। তাঁরা প্রাকৃত বন্যাকে আশীর্বাদ জ্ঞান করেন, জলাবদ্ধতার কৃত্রিম কারণগুলির উচ্ছেদ চান। তাঁর কাছে ধান ও গানই জীবন, প্রকৃতিই জীবনের অফুরান যোগানদাতা। প্রকৃতিনাশা বিলাসবহুলতার তিনি ঘোর বিরোধী।
বাওয়ালী শুধু জননেতা নন, একজন কবি ও সুরকারও বটেন। অসংখ্য গান রচনা করেছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *