Type to search

চৌগাছায় অসহায় প্রতিবন্ধীদের পাশে থেকে সেবা দিচ্ছে এক চায়ের দোকানদার

চৌগাছা

চৌগাছায় অসহায় প্রতিবন্ধীদের পাশে থেকে সেবা দিচ্ছে এক চায়ের দোকানদার

চৌগাছায় অসহায় প্রতিবন্ধীদের পাশে থেকে সেবা দিচ্ছে এক চায়ের দোকানদার

শ্যামল দত্ত (যশোর) চৌগাছা থেকেঃ যশোরের চৌগাছায় মহিউদ্দিন (সুমন)চায়ের দোকানদার সব সমায়ন ভিক্ষুক, প্রতিবন্ধী ও মাথার সমস্যা পাগল দের ২৭ বছর ধরে নিয়মিত সেবা যাচ্ছেন। যানা যায় ফুট গোডাউন পাশে ছোট্ট চায়ের দোকানদার মহিউদ্দিম (সুমন)দীর্ঘ ২৭ বছর চায়ের দোকানের ব্যবসা করে যাচ্ছেন। পাশাপাশি অসহায় ভিক্ষুক প্রতিবন্ধী ও মাথার সমস্যা জনিত কারণে পাগলদের নিয়মিত খাবার দিয়ে ও জামা কাপড় সহায়তা করে । কোন কোন পাগলের চুল কেটে দেন ও সাবান শ্যাম্পু দিয়ে গোসল করে দেন। চায়ের দোকানদার মহিউদ্দিন (সুৃমন) কাছে জিজ্ঞাসা করলে অসহায় ভিক্ষুক প্রতিবন্ধী পাগোল দের পাশে থেকে সেবা করলে আমার খুব ভালো লাগে তিনি বলেন। উপর আল্লাহ যতদিন জিবিত সক্ষম ক্ষমতা রাখবে অসহায় ভিক্ষুক প্রতিবন্ধী ও মাথার সমস্যা জনিত কারণ পাগলদের সেবা করে যাবো। তিমি চা বিক্রয় করে আয় করেন তার একটি অংশের টাকা অসহায় মানুষের সেবা করেন।