Type to search

চুয়াডাঙ্গায় মাটিতে পুতে দেয়া হলো এক মন মুরগীর মাংস, জরিমানা ৩০ হাজার

অপরাধ

চুয়াডাঙ্গায় মাটিতে পুতে দেয়া হলো এক মন মুরগীর মাংস, জরিমানা ৩০ হাজার

চিত্তরঞ্জন সাহা চিতু, চুয়াডাঙ্গা প্রতিনিধি: অস্বাস্থ্যকরভাবে ফ্রিজে সংরক্ষণ করা প্রায় ১ মন মুরগীর মাংস মাটিতে পুতে দেয়া হয়েছে। একই সাথে মুরগী ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সজল আহম্মেদ।এ সময় সজল আহম্মেদ বলেন,
জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া বাজারে
অভিযান চালানো হয়। অভিযানে পোল্ট্রি আড়ত,
মাছ, মাংস, তরমুজ, মুরগী, ডিম ও মুদি
দোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের
প্রতিষ্ঠানে তদারকি করা হয়। অভিযানে আন্দুলবাড়িয়ো বাজারের মেসার্স মিম
পোল্ট্রি হাউস নামক মুরগীর একটি পাইকারি
প্রতিষ্ঠান তদারকিকালে ভাউচার কারসাজি ও ক্রয়-বিক্রয় ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করা,প্রতিষ্ঠানে মূল্যতালিকা প্রদর্শন না করা ও ফ্রিজে অস্বাস্থ্যকরভাবে মাংশ সংরক্ষণ করে বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮,৪৩ ও ৪৫
ধারায় প্রতিষ্ঠান মালিককে ৩০ হাজার টাকা
জরিমানা করা হয়। এসময় বিক্রির উদ্দেশ্যে ফ্রিজে অস্বাস্থ্যকরভাবে সংরক্ষিত প্রায় ১ মন মুরগির মাংস মাটিতে পুতে নষ্ট করা হয়।
পরবর্তীতে মাছের আড়ৎ, খুচরা বাজার ও তরমুজেরপ্রতিষ্ঠান তদারকি করা হয় এবং সবাইকে পুরাতন দাড়িপাল্লার বদলে ডিজিটাল স্কেল ব্যবহার,ন্যায্যমূল্যে পণ্য ক্রয়-বিক্রয়, ভাউচার সংরক্ষণ ও মুল্যতালিকা প্রদর্শন করতে বলা হয়। পরে সেখানে সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়।অভিযানে সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।