Type to search

চার দলীয় ফ্রেন্ডশীপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

খেলাধুলা

চার দলীয় ফ্রেন্ডশীপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

সৈয়দ আরাফাত হোসেন (তাজ) : আলহামদুলিল্লাহ, গত ১৫ মার্চ ২০২১ সোমবার আকিজ গ্রুপের মাননীয় চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন (সিআইপি) মহোদয়ের নির্দেশনা মোতাবেক আকিজ আইডিয়াল স্কুল এন্ড কলেজ এবং আকিজ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের শিক্ষক-কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে চারদলীয় ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। আজ বুধবার সকাল ৯:৩০ ঘটিকায় নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আকিজ আইডিয়াল স্কুল এন্ড কলেজ এবং আকিজ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সম্মানিত উপদেষ্টা ও উপাধ্যক্ষ মহোদয় সহ সকল শিক্ষক-শিক্ষিকা মন্ডলীদের উপস্থিতিতে উক্ত আয়োজনের অংশ হিসেবে আকিজ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের হাজী মুহাম্মদ মহসিন হল বনাম আকিজ আইডিয়াল স্কুল এন্ড কলেজ দশম শ্রেণির শিক্ষার্থীদের দলের টুর্ণামেন্টের ফাইনাল খেলাটি আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলাটি উদ্বোধন করেন আকিজ আইডিয়াল স্কুল এন্ড কলেজ এবং আকিজ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এর সম্মানিত উপদেষ্টা মহোদয় ম. বেনজির আলী মোঘল (উইং কমান্ডার, অবসরপ্রাপ্ত)। টসে জিতে প্রথমে ব্যাট করে আকিজ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের হাজী মোহাম্মদ মহসীন হল দলটি ১২ ওভারে ৪ উইকেট হারিয়ে সর্বমোট ১৯২ রানের টার্গেট দেয়। অন্যদিকে ফিল্ডিং শেষে আকিজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থীদের দলটি ১০ ওভারে সব উইকেট হারিয়ে সবমোট ৫২ রান সংগ্রহ করে। আজকের খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় মোঃ হাসান মাহমুদ,মেক্যানিক্যাল ৬ষ্ঠ পর্বের শিক্ষার্থী (আকিজ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের হাজী মোহাম্মদ মহসীন হল দল)। আগামী শুক্রবার সকাল ৭:০০ ঘটিকায় আকিজ সিটির আয়োজনে দিনব্যাপী নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মহান স্বাধীনতা দিবসের ৫০ বছরপূর্তি সুবর্ন জয়ন্তী, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া, কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে সেখ নাসির উদ্দিন (সিআইপি), চেয়ারম্যান, মহোদয় এর সভাপতিত্বে শিক্ষক ও শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য নিজ হাতে তিনি পুরস্কার বিতরণ করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।