Type to search

খুলনায় ১৩৩ দিনের মধ্যে করোনায় সর্বনিম্ন মৃত্যু

খুলনা

খুলনায় ১৩৩ দিনের মধ্যে করোনায় সর্বনিম্ন মৃত্যু

খুলনায় ১৩৩ দিনের মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বনিম্ন ১ জনের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। মারা যাওয়া ১ জন খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগী। চলতি বছরের ১ এপ্রিল খুলনায় মাত্র একজনের মৃত্যু হয়েছিল।

শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ও খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে, গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিট ও খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে কারো মৃত্যু হয়নি।

এর আগে বুধবার খুলনার হাসপাতালে ৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ জুলাই) ২৭ জনের মৃত্যু হয়েছিল। যা ছিল এ পর্যন্ত খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নড়াইলের লোহাগড়ার অন্তরা (২২) নামে একজনের মৃত্যু হয়েছে।

জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোনো রোগী মারা যাননি।

বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের মালিক ডা. গাজী মিজানুর রহমান জানান, হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোনো রোগী মারা যাননি।

শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের ফোকালপার্সন ডা. প্রকাশ দেবনাথ জানান, হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোনো রোগী মারা যাননি।

সিটি মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোনো রোগী মারা যাননি।

সূত্র, বাংলানিউজটোয়েন্টিফোর.কম