Type to search

কেশবপুরে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুর

কেশবপুরে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর :
 যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে শনিবার বিকেলে এক সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাসুদুর রহমানের সঞ্চালনায় ঐ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমিন, যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর জহিরুল ইসলাম, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য পৌর মেয়র রফিকুল ইসলাম, অধ্যক্ষ এটিএম বদরুজ্জামান, থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দীন, হাসানপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুজ্জামান, এ্যাড. আবু বক্কর সিদ্দিক,  অধ্যাপক মশিউর রহমান ও প্রভাষক মোস্তাফিজুর রহমান। এ সময়
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যশোর জেলা আওয়ামীলীগের সদস্য মশিয়ার রহমান সাগর, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, সহ-সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম পিটু, যুগ্ম-সম্পাদক ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা সাগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, মজিদপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, মঙ্গলকোট ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান জসীম উদ্দীন, গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
 প্রধান অতিথির বক্তব্যে যশোর ৬ কেশবপুর আসেনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যখনই রাষ্ট্র ক্ষমতায় আসে, তখনই দেশে সকল ধর্ম-বর্ণের মানুষ নিরাপদে থাকে। বজায় থাকে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি।
তিনি আরও বলেন, সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সকল শ্রেণি-পেশার মানুষকে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। সকল ধর্মের প্রতি সকলকে সম্মান রাখতে হবে। কোনো ধরনের গুজবে কান না দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।