Type to search

কেশবপুরে ব্যুরো বাংলাদেশের উদ্যোগে  খাদ্য সামগ্রী বিতরণ  

যশোর

কেশবপুরে ব্যুরো বাংলাদেশের উদ্যোগে  খাদ্য সামগ্রী বিতরণ  

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর)  থেকে-

যশোরের কেশবপুরে  ব্যুরো বাংলাদেশের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে শনিবার কর্মহীন কেশবপুর সদর ইউনিয়নের আলতাপোল গ্রামের ১শত অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ব্যুরো বাংলাদেশের মণিরামপুর এ্যারিয়া এলাকার ব্যাবস্থাপক মিজানুর রহমানের সভাপতিত্বে কেশবপুরের আলতাপোল মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসাবে আলতাপোল গ্রামের কর্মহীন ১ শত অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী প্রধান অতিথি হিসেবে  বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা, সেনাবাহিনীর ক্যাপ্টেন ফাহিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রিজিবুল ইসলাম, কেশবপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সদর ইউপির প্যানেল চেয়ারম্যান পৌতম রায় প্রমূখ। এসময় পরিবার প্রতি ১০ কেজি চাউল, ৫ কেজি আলু, ২ কেজি ডাউল, ১ লিটার তৈল, ১ কেজি লবণ, ৩টি সাবান ও আড়াইশত গ্রাম জিবানু নাশক ব্লিসিং পাওডার প্রদান করা হয়।