Type to search

কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্টে একটি বিরল প্রজাতির কালোমুখ হনুমানের মৃত্যু 

কেশবপুর

কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্টে একটি বিরল প্রজাতির কালোমুখ হনুমানের মৃত্যু 

 

জাহিদ আবেদীন বাবু
যশোরের কেশবপুরে বিদ্যুৎ স্পৃষ্টে একটি বিরল প্রজাতির কালোমুখ হনুমানের মৃত্যু হয়েছে। বন বিভাগ মৃত্যু হনুমানটিকে উদ্ধার করেছে। ঘটনাটি স্থানীয় পাবলিক ময়দান এলাকায় সোমবার দুপুরে ঘটেছে।
জানা গেছে, খাদ্যের সন্ধানে কেশবপুর উপজেলা পরিষদ সংলগ্ন পাবলিক ময়দানে পাশে একটি ভবনের ছাদে লাফালাফি করার সময় পাশের বিদ্যুৎতের তারে হনুমানটি স্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে মারা যায়। খবর পেয়ে বন বিভাগের লোকজন হনুমানটি উদ্ধার করে প্রাণী সম্পাদ অফিসে ময়নাতদন্ত শেষে মাটি চাপা দিয়েছে।
এ ব্যাপারে উপজেলার দায়িত্ব প্রাপ্ত বন কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, বিদ্যুৎ স্পৃষ্টে মারা যাওয়া হনুমানটি উদ্ধার করে প্রাণী সম্পাদ অফিসে ময়নাতদন্ত শেষে মাটি চাপা দেয়া হয়েছে।