Type to search

কেশবপুরে পৌর নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত  কর্মকর্তাদের সাথে প্রধান নির্বাচন কমিশন কে এম নুরুল হুদার মতবিনিময় 

কেশবপুর

কেশবপুরে পৌর নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত  কর্মকর্তাদের সাথে প্রধান নির্বাচন কমিশন কে এম নুরুল হুদার মতবিনিময় 

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর : যশোরের কেশবপুর পৌর নির্বাচনে ভোট গ্রহনের দায়িত্ব পালনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে সোমবার সকালে মতবিনিময় করেছেন প্রধান নির্বাচন কমিশন কে এম নুরুল হুদা।
যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষন ও মতবিনিময় সভায় এসময় আরো উপস্থিত ছিলেন এন আই ডির প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেমে মোঃ ফজলুল কাদের, যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার, জেলা নির্বাচন অফিসার মোঃ হুমায়ুন কবির, কেশবপুর উপজেলা নির্বাহি অফিসার এম এম আরাফাত হোসেন প্রমুখ।

আগামী২৮ফেব্রুয়ারী কেশবপুর পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। কেশবপুর পৌরসভায় এবছর মোট ভোটার ২০হাজার ৭শ ৭৫ জন। নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী  রফিকুল ইসলাম মোড়ল, বিএনপির মনোনীত প্রার্থী আব্দুস সামাদ বিশ্বাস, ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের মনোনীত প্রার্থী হিসেবে আব্দুল কাদের প্রতিদন্ধিতা করছেন।