Type to search

কেশবপুরে এবছর ১৪০ জন জিপিএ ৫ পেয়েছে 

যশোর

কেশবপুরে এবছর ১৪০ জন জিপিএ ৫ পেয়েছে 

জাহিদ আবেদীন বাবু,  কেশবপুর (যশোর) থেকে।
যশোরের কেশবপুরে চলতি বছরে এসএসসি পরীক্ষার ফলাফলে ১৪০ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।  এখানে মোট ৬৪টি মাধ্যমিক বিদ্যালয়, ৫২টি দাখিল মাদরাসা ও ৮টি ভোকেশনাল প্রতিষ্ঠান রয়েছে।  মাধ্যমিক বিদ্যালয় হতে ১১৮ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। এর মধ্যে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে ৫৭ জন জিপিএ ৫ পেয়ে উপজেলার মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে ।
৫২টি দাখিল মাদরাসা হতে জিপিএ ৫ পেয়েছে ৫ জন। এর মধ্যে কেশবপুর দারুল উলুম মহিলা ফাযিল মাদরাসা হতে ৪ জন জিপিএ ৫ পেয়েছে। ৮টি ভোকেশনাল প্রতিষ্ঠান হতে ১৭ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। এর মধ্যে কেশবপুর পাইলট স্কুল এন্ড কলেজ থেকে ৭ জন ও মুক্তিযোদ্ধা কারিগরি বিদ্যালয় হতে ৭ জন করে শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।