Type to search

কালো টাকা সাদা করেছেন ৭,৪৪৫ জন

অর্থনীতি

কালো টাকা সাদা করেছেন ৭,৪৪৫ জন

অপরাজেয় বাংলা ডেক্স

 

বাজেটে দেয়া ১০ শতাংশ করের সুবিধা নিয়ে ১০ হাজার ২শ’ ২০ কোটি টাকা বৈধ করেছেন ৭ হাজার ৪৪৫ জন।

যা থেকে রাজস্ব এসেছে প্রায় ৯শ’ ৩৯ কোটি ৭৬ লাখ টাকা। জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এ তথ্য।

একই সময়ে ১০ শতাংশ করের সুবিধা নিয়ে ২শ’ ৫ জন করদাতা প্রায় ২২ কোটি ৮৪ লাখ টাকা কর পরিশোধ করে পুঁজিবাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ করেছেন। এনবিআর জানায়, গেল ৩১ ডিসেম্বর পর্যন্ত আয়কর থেকে রাজস্ব আদায় হয়েছে প্রায় ৩৪ হাজার ২শ’ ৩৮ কোটি টাকা। যা এর আগের অর্থবছরের তুলনায় এক হাজার ৫শ’ ৪৫ কোটি টাকা বেশি।

এর আগে, জরিমানা ছাড়া আয়কর রির্টান জমার মেয়াদ এক মাস বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়। এবার রিটার্ন দাখিল করেছেন ২৪ লাখ ৯ হাজার ৩শ’ ৫৭ জন করদাতা। রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, রিটার্ন জমার হার গেল বছরের চেয়ে ৯ শতাংশ বেড়েছে।

সূত্র, DBC বাংলা