Type to search

করোনা রোগীর সংখ্যাবাড়ছে

জাতীয়

করোনা রোগীর সংখ্যাবাড়ছে

গেল ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে, গতকালের তুলনায় বেড়েছে শনাক্তের সংখ্যা।

অপরাজেয় বাংলা ডেক্স: এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২৭ হাজার ৯৮১ জনে দাঁড়াল। গেল ২৪ ঘন্টায় মারা যাওয়া একমাত্র ব্যক্তি ঢাকার বাসিন্দা। এই সময়ে ঢাকা বিভাগ ছাড়া দেশের অন্য সাত বিভাগে করোনায় কারও মৃত্যু হয়নি। এছাড়া গেল ২৪ ঘন্টায় দেশের ৮৪৮টি ল্যাবে অ্যান্টিজেন টেস্টসহ ১৯ হাজার ৮০২ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরও ২৭৩ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ১৫ লাখ ৭৬ হাজার ২৮৪ জনে দাঁড়াল।

মঙ্গলবার করোনা সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে আরও জানানো হয়, এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৮ লাখ ৮৭ হাজার ৭৫১টি। দেশে গেল ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার এক দশমিক ৩৮ শতাংশ। এ পর্যন্ত পরীক্ষা বিবেচনায় দেশে করোনা শনাক্তের হার ১৪ দশমিক ৪৮ শতাংশ। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ৩৬৮ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪০ হাজার ৯৬৫ জন। শনাক্ত বিবেচনায় দেশে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৬ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় দেশে মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।

২৯শে নভেম্বর সকাল ৮টা থেকে ৩০শে নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় মৃত্যু হওয়া ওই নারীর বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে।

এর আগে, গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী ১৬ হাজার ৮৯১ জনের নমুনা পরীক্ষায় ২২৭ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া আরও ২ জনের মৃত্যুর খবর জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গতকালের তুলনায় মৃতের সংখ্যা কমলেও শনাক্তের সংখ্যা বেড়েছে।

অন্যদিকে, সারা বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৬ কোটি ২৫ লাখ ৪৯ হাজার ৮৩৮ জন। আর করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যু হয়েছে ৫২ লাখ ২৭ হাজার ৯৩০ জনের। এছাড়া বিশ্বব্যাপী করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ২৩ কোটি ৭১ লাখ ১৯ হাজার ৮৯৩ জনে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে করোনার সংক্রমণ শুরু হলেও বাংলাদেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ই মার্চ। আর প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয় ১৮ই মার্চ।

সূত্র: ডিবিসি