Type to search

করোনায় আরও ৭০ জনের মৃত্যু, শনাক্ত ২,৪৩০

বাংলাদেশ স্বাস্থ্যবিধি

করোনায় আরও ৭০ জনের মৃত্যু, শনাক্ত ২,৪৩০

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে জানানো হয়- ২৫ হাজার ১শ’ ৬৩টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৯ দশমিক ছয় ছয় শতাংশে।

এর আগে ৩১শে মে এর চেয়ে কম ৯ দশমিক চার এক শতাংশ শনাক্তের হারের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে মোট শনাক্ত ১৫ লাখ ১৪ হাজার ৪শ’ ৫৬ জন। আর মোট প্রাণহানি ২৬ হাজার ৫শ’ ৬৩। একদিনে সুস্থ হয়েছেন ৫ হাজার ৬০ জন। আর মোট সুস্থ ১৪ লাখ ৫১ হাজার ৬৩ জন। সুস্থতার হার ৯৫ দশমিক ছয় আট এক শতাংশ।

মৃত্যুহার এক দশমিক সাত পাঁচ শতাংশ।  এদিকে  সর্বোচ্চ ৩১ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রাম বিভাগে ২০, খুলনা ও রাজশাহীতে মারা গেছেন ৩ জন করে। এছাড়া, সিলেটে ৬, রংপুরে ৪, বরিশালে ২ ও ময়মনসিংহে একজন মারা গেছেন।

সূত্র,ডিবিসি নিউজ