Type to search

ইরাকে কোভিড হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্ক বিস্ফোরণে অন্তত ৪৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক

ইরাকে কোভিড হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্ক বিস্ফোরণে অন্তত ৪৪ জনের মৃত্যু

অপরাজেয়বাংলা ডেক্স: ইরাকের একটি করোনা হাসপাতালে আগুনে অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে ৬৭ জনের বেশি।

স্থানীয় সময় সোমবার দেশটির নাসিরিয়া শহরের আল হুসাইন হাসপাতালের করোনা ওয়ার্ডে অক্সিজেন ট্যাঙ্ক বিস্ফোরণে এই আগুন লাগে। দেশটির পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা এই তথ্য নিশ্চিত করেছেন। ধারণা করা হচ্ছে, হাসপাতালটিতে এখনো অনেকে আটকা পড়ে আছে। তাদের উদ্ধারে অভিযান চলছে।

এদিকে, অব্যবস্থাপনার অভিযোগে হাসপাতালের বাইরে বিক্ষোভ করেছে স্থানীয় জনগণ। জরুরি এক বৈঠকে প্রধানমন্ত্রী মোস্তফা আল খাদিমি দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

এক টুইট বার্তায় দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ আল হালবাউসি জানান, নাগরিকদের জীবন রক্ষায় এটি চূড়ান্ত ব্যর্থতা। এর আগে, এপ্রিলে মাসেও বাগদাদের একটি হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্ক বিস্ফোরণে অন্তত ৮২ জন মারা যায়।সূত্র,ডিবিসি নিউজ