Type to search

ইভ্যালির সিইও রাসেল এবং চেয়ারম্যান শামীমা গ্রেপ্তার

জাতীয়

ইভ্যালির সিইও রাসেল এবং চেয়ারম্যান শামীমা গ্রেপ্তার

অপরাজেয়বাংলা ডেক্স
এক গ্রাহকের মামলা দায়েরের পর বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে তাদের বাসায় অভিযান চালানো হয়।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে, রাজধানীর মোহাম্মদপুরে বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে অর্থ আত্মসাতের অভিযোগে ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় মামলা করেন এক গ্রাহক। বুধবার রাতে গুলশান থানায় এই মামলার আবেদন করেন আরিফ বাকের নামের এক গ্রাহক। পরে আজ সকালে এই মামলা রজু হয়।

আলোচিত ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও ভোক্তা ঠকানোর বেশ কিছু অভিযোগ উঠেছে। সবশেষ মঙ্গলবার এই অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তরের সুপারিশ করেছে সরকারের ই-কমার্স বিশেষজ্ঞ কমিটি।

এর আগে, বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে জানানো হয় গ্রাহকদের কাছে ইভ্যালির দেনার পরিমাণ ৪০৩ কোটি টাকা। আর প্রতিষ্ঠানটির চলতি সম্পদের পরিমাণ মাত্র ৬৫ কোটি টাকা।

আরো ৯টি ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। বুধবার বিকেলে বৈঠক শেষে বিষয়টি জানিয়েছেন, বাণিজ্য মন্ত্রণালয়ের বিশ্ব বাণিজ্য সংস্থা সেলের মহাপরিচালক ও ডিজিটাল ই-কমার্স সেলের প্রধান হাফিজুর রহমান।

সূত্র,ডিবিসি নিউজ