Type to search

অভয়নগরে ৪৬ জনের নমুনা পরীক্ষায় সবই নেগেটিভ

অভয়নগর

অভয়নগরে ৪৬ জনের নমুনা পরীক্ষায় সবই নেগেটিভ

স্টাফ রিপোর্টার-
যশোরের অভয়নগর উপজেলায় প্রাণঘাতী করোনা সন্দেহে ৫৯ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। গতকাল সোমবার পর্যন্ত ৪৬ জনের নমুনা পরীক্ষায় নেগেটিভ রেজাল্ট পাওয়া গেছে বলে অভয়নগর উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। বাকী ১৩ জনের রিপোর্ট এখনো পাওয়া যায়নি।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বিগত সময়ে অভয়নগর উপজেলায় বসবাসরত ৫৭ জন নারী ও পুরুষের করোনা ভাইরাস সন্দেহে তাদের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য যশোর সিভিল সার্জনের মাধ্যমে ঢাকা, যশোর ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। গতকাল( সোমবার) আরো ২ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। এর মধ্যে গতকাল পর্যন্ত ৪৬ জনের রিপোর্ট পাওয়া গেছে। সবই নেগেটিভ রিপোর্ট এসেছে।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাহামুদুর রহমান রিজভী বলেন,‘ আজ দুজনসহ বিভিন্নসময়ে ৫৯ জনের করোনা সন্দেহে পাঠানো নমুনার মধ্যে ৪৬ জনের রিপোর্ট পাওয়া গেছে। এদের সবই নেগেটিভ। বাকি ১৩ জনের রিপোর্ট হাতে পাইনি।’ তিনি আরো বলেন,‘ এখনো অভয়নগরে কেউ আক্রান্ত হওয়ার খবর পাইনি। তারপরও সকলকে সরকারী নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহবান জানাই।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাজমুল হুসেইন খাঁন বলেন, ‘মহামারী করোনা থেকে মুক্তি পেতে সকলকে সরকারী নির্দেশনা মেনে বাড়ী থেকে বের না হওয়ার আহবান জানাচ্ছি।’