Type to search

অভয়নগরে পাটকল চালু সহ পাঁচ দফা দাবিতে ট্রেড ইউনিয়ন সংঘের মাবনবন্ধন ও অবস্থান কর্মসূচি পালন

অভয়নগর

অভয়নগরে পাটকল চালু সহ পাঁচ দফা দাবিতে ট্রেড ইউনিয়ন সংঘের মাবনবন্ধন ও অবস্থান কর্মসূচি পালন

অভয়নগর প্রতিনিধি: পাটকল বিরাষ্ট্রীয় করণ প্রত্যাহার, সকল সরকারি কারখানা চালু, করোনায় কর্মহীন শ্রমিদের কর্মসংস্থান, গণতান্ত্রিক শ্রম আইন ও বিধি প্রণয়ন, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার, স্বল্প মূল্যে সর্বাত্মোক রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ শানিবার বিকালে শিল্প, বাণিজ্য ও বন্দর নগরী নওয়াপাড়া বাসস্টান্ডে মানববন্ধন ও অবস্থান ধর্মঘট পালন করেছে। বিকাল ৪ টা থেকে ৬ টা পর্যন্ত সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী ও শ্রমিক এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বাংলাদেশ ট্রেডইউনিয়ন সংঘ অভয়নগর থানা কমিটির আহবায়ক আল আমিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, খুলনা জেলা কমিটির সভাপতি নাজিউর রহমান নজরুল, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এর যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, ট্রেড ইউনিয় সংঘ যশোর জেলা কমিটির সভাপতি আশুতোষ বিশ^াস, সহসাধারণ সম্পাদক এড. আহাদ আলী লস্কর, অভয়নগর থানা কমিটির যুগ্ম আহবায় ও বাংলাদেশ নৌযান ফেডারেশন এর নওয়াপাড়া শাখার সদস্য সচিব নিয়ামুল হক রিকো, টেড ইউনিয়ন সংঘ অভয়নগর শাখার অন্যতম নেতা নাজমুল হুসাইন, কৃষক সংগ্রাম সমিতির অভয়নগর উপজেলার সহসভাপতি আবু বক্কর সরদার, কৃষক সংগ্রাম সমিতির সাংগঠনিক সম্পাদক সমিরণ বিশ^াস, নড়াইল জেলা কমিটির নেতা হুমায়ূন কবির প্রমুখ। কর্মসূচিতে দাবির প্রতি সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করেন নৌযান ফেডারেশন ও হোটেল শ্রমিক ইউনিয়ন। এ সময়ে নৌ যান শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে ঘোষনা করা হয়, আগামী ২৮ সেপ্টম্বর নওয়াপাড়া নৌ বন্দরে কর্মবিরতি পালন করা হবে। ওই দিন নৌ বন্দরে অবস্থানরত জাহাজ থেকে কোন প্রকার মালামাল লোড আনলোড হবে না।

Tags: