Type to search

চৌগাছা কিশোরীদের নিয়ে বয়োসন্ধিক কালীন সচেতনতা ও বাল্যবিবাহ রোধমূলক প্রশিক্ষণ

চৌগাছা

চৌগাছা কিশোরীদের নিয়ে বয়োসন্ধিক কালীন সচেতনতা ও বাল্যবিবাহ রোধমূলক প্রশিক্ষণ

শ্যামল দত চৌগাছা থেকেঃ

চৌগাছায় সিংহঝুলী শহিদ মশিউর রহমান মাধ্যমিক বিদ্যালয় ১০০জন স্কুল শিক্ষার্থীদের নিয়ে বয়োসন্ধিকালীন ও বাল্যবিবাহ রোধ সচেতনতা মূলক
প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতি (৪আগষ্ট) সকাল১০,৩০টায় সিংহঝুলী শহিদ মশিউর রহমান
মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে পল্লী উন্নয়ন বোর্ড
কর্তৃক ” দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প দ্বিতীয় পর্যায়” এর আয়োজনে বাল্যবিবাহ ও বয়োসন্ধিকালীন মূলক আলোচনা। কিশোরীদের বয়সন্ধিকালীন মাতৃ স্বাস্থ্য সচেতনা প্রশিক্ষণের আলোচনা উপজেলা সিংহঝুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদ মল্লিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ পরিচালক বিআরডিবি যশোর মোঃ কামরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌড় চন্দ্র দে, স্বাগত বক্তব্য দেয় উপজেলা পল্লী উন্নয়ন অফিসার হাবিবুর রহমান এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী পল্লী উন্নয়ন অফিসার তরিকুল ইসলাম, মাঠ সংগঠন মিঠুন বিশ্বাস। অনুষ্ঠান শেষে ১০০জন কিশোরীদের মাঝে শিক্ষা উপকরণ ও সঞ্চয়ী প্রণোদনা বিতারণ করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) চৌগাছা,যশোর।