Type to search

অভয়নগরে নছিমনের ধাক্কায় মন্দির ভাঙ্গাকে কেন্দ্র করে চায়ের দোকানীর ওপর হামলা

অভয়নগর

অভয়নগরে নছিমনের ধাক্কায় মন্দির ভাঙ্গাকে কেন্দ্র করে চায়ের দোকানীর ওপর হামলা

 

স্টাফ রিপোর্টার:
অভয়নগরে বিল থেকে ধান পরিবহনের সময় নছিমনের ধাক্কায় মন্দির ভাঙ্গার কথা বলে দেওয়ায় এক চায়ের দোকানীর ওপর হামলা হয়েছে। হামলায় গুরুতর আহত ওই দোকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। উপজেলার জয়খোলা গ্রামে ফরিদ মোল্যার ছেলে শাহিন মোল্যার(২৩) ওপর বুধবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে বুধবার দুপুরে উপজেলার জয়খোলা গ্রামে বিল থেকে নছিমনে ধান পরিবহন করছিলেন সিঙ্গাড়ী গ্রামের আইয়ূব ফকিরের ছেলে খানজে ফকির(৪০)। এ সময় ধান বোঝাই নছিমনের ধাক্কায় জয়খোলা গ্রামে অবস্থিত একটি মন্দির ক্ষতিগ্রস্থ হয়। নছিমনের ধাক্কা লাগার বিষয়টি প্রত্যক্ষ করেন পাশের চায়ের দোকানদার শাহিন মোল্যা(২৩)। মন্দির ক্ষতিগ্রস্থর বিষয়টি লোক মুখে চাউর হলে উৎসুক জনতা জানতে চায় কে ক্ষতি করেছে মন্দিরের? তখন ওই চায়ের দোকানী বিষটি ফাঁস করেন ।এ ঘটনায় নছিমনের মালিক খানজে ফকির ক্ষিপ্ত হয়। পরে ওই দিন সন্ধ্যায় খানজে ফকির ও তার সঙ্গী কোদলা গ্রামের আরিফ মোল্যার ছেলে শহিদুল ইসলাম মিলে চা দোকানী শাহিন মোল্যার ওপর হামলা করে। তারা শাহিন মোল্যাকে কিলঘুসি মেরে মাটিতে লুটিয়ে ফেলে দেয়। পরে তারা গলাটিপে হত্যার চেষ্টা করে। স্থানীয়রা শাহিন মোল্যাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
শাহিন মেল্যার মা বলেন, ‘আমার ছেলে মন্দির ভাঙ্গার কথা লোকজনকে বলে দেওয়ায় নছিমন ওয়ালা ক্ষিপ্ত হয়ে আমার ছেলেকে কিল ঘুষি মেরে মাটিতে ফেলে গলাটিপে হত্যার চেষ্টা করে। পরে লোকজন চলে আসলে তারা দৌড়ে পালিয়ে যায়। আমার ছেলের গলা ফুলে গেছে সে মারাত্মক আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে।’ এ ঘটনায় আহত শাহিন মোল্যার পিতা বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভয়নগর থানার দায়িত্ব প্রাপ্ত অফিসার ইনচার্জ মিলন কুমার মন্ডল বলেন, ‘অভিযোগ পেয়েছি ঘটনাটি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।’