Type to search

অভয়নগরে কৃষক-শ্রমিক নেতা আব্দুল হাই’র  শাহাদাত বার্ষিকী পালন

অভয়নগর

অভয়নগরে কৃষক-শ্রমিক নেতা আব্দুল হাই’র  শাহাদাত বার্ষিকী পালন

নওয়াপাড়া অফিস
অভয়নগর উপজেলার বাঘুটিয়া মাধ্যমিক বিদ্যালয় ময়দানে এলাকাবাসীর আয়োজনে র‌্যাব হেফাজতে নিহত মার্কস-লেলিনবাদি নেতা কমরেড আব্দুল হাই এর ১৯তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে।
গতকাল বিকালে শাহাদাত বার্ষিকী উদযান কমিটির আহবায়ক শেখ জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক অধ্যাপক তাপস বিশ্বাস, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা কমিটির সভাপতি আশুতোষ বিশ্বাস, নড়াইল জেলার সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, প্রচার সম্পাদক সাইদুর রহমান, অভয়নগর থানা সভাপতি মনিরুল ইসলাম বাবু, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি নড়াইল জেলা সভাপতি কৃষকনেতা আহম্মদ বিশ্বাস, যশোর জেলার সাংগঠনিক সম্পাদক সমীরণ বিশ্বাস, অভয়নগর থানা কমিটির সভাপতি আবু বক্কার সরদার, সাধারণ সম্পাদক সেলিম জমাদ্দার, গণতান্ত্রিক মহিলা সমিতি অভয়নগর থানা কমিটির আহ্বায়ক দীপ্ত রাণী দে, ট্রেড ইউনিয়ন সংঘ এর অভয়নগর উপজেলার সাধারণ সম্পাদক নাজমুল হুসাইন। এছাড়া এলাকাবাসী পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন ৬ নং বাঘুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান তৌয়েবুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।
এর আগে এলাকাবাসীর উদ্যোগে প্রয়াত শেখ আব্দুল হাই এর কবরে পুষ্পঅর্ঘ অর্পণ করা হয়।
২০০৫ সালে মার্কস – লেলিনবাদি জনপ্রিয় এই নেতাকে তৎকালিন বিএনপি জামাত সরকার কমিউনিস্ট নিধন এর নীল নকশায় র‌্যাব হেফাজতে গুলি করে হত্যা করা হয়। মৃত্যুর দুই বছর পর থেকে এলাকাবাসি আবুল হাই এর শাহাদাত বার্ষিকী পালন করে আসছেন।