Type to search

অভয়নগরে করোনার ভয়াবহ অবস্থা! আরো দুই জনের মৃত্যু

অভয়নগর

অভয়নগরে করোনার ভয়াবহ অবস্থা! আরো দুই জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার : অভয়নগরে করেনায় আক্রান্ত হয়ে বুধবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আরো দুই জন মারা গেছেন। এরা হলেন দক্ষিণ ধূলগ্রামের আদিত্য দত্তের ছেলে বিষ্ণপদ দত্ত(৬৮) ও সিদ্দিপাশা গ্রামের মকবুল হোসেন (৬০)। এর আগে মঙ্গলবার সকালে উপজেলার কোটা গ্রামের সাহিদুলের স্ত্রী মারুফা বেগম(৪০) মারা যায়।
এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ বুধবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন দক্ষিণ ধূলগ্রামের বাসিন্দা বিষ্ণপদ দত্ত। তাকে দাফন করতে গ্রামের কেউ এগিয়ে আসেনি। বুধবার দুপুরে পরিবারের লোক অন্য গ্রামে এনে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে। এছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উপজেলার সিদ্দিপাশা গ্রামের মকবুল হোসেন নামে আরো এক ব্যক্তি বুধবার সকালে করোনায় মারা গেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আলিমুল রাজিব জানান, নমুনা পরীক্ষায় এরা সকলেই করেনা পজেটিভ ছিলো।
এছাড়া কোটা গ্রামের মারুফা বেগম করোনায় আক্রান্ত হয়ে মঙ্গলবার দুপেিও মারা যান। তার নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়লে প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবন্নতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে পাঠানো হয়। কয়েক দিন চিকিৎসা নেওয়ার পর মঙ্গলবার বিকালে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। ওই দিনগত রাত ১০টায় পরিবারের ৫/ ৬ মিলে পারিবারিক গোরস্তানে তাকে দাফন করে ।
এ নিয়ে অভয়নগরে করোনায় মৃতের সংখ্যা দাড়ালো ২৩ জনে।এ দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষায় বুধবার আরো ২১ জন করোনা পজেটিভ সনাক্ত হয়েছেন। বর্তমানে এ উপজেলায় ১২৬ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৮ জন বাকিরা বাড়ি থেকে চিকিৎসা নিচ্ছেন। সব মিলে এ পর্যন্ত এখানে ৭৭০ জন করোনা রোগী সনাক্ত হয়েছেন।
এদিকে করোনা রোগী ক্রমাগত বেড়ে যাওয়ায় নওয়াপাড়া পৌরসভায় চলমান কঠোর লক ডাউনের সময় আরো এক সপ্তাহ বৃদ্ধি করা হয়েছে। আগামী ২৩ জুন পর্যন্ত চলবে এ কঠোরতা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *