Type to search

অভয়নগরে ঐতিহ্যবাহী ধোপাদী মডেল স্কুলের ২৫ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান

অভয়নগর

অভয়নগরে ঐতিহ্যবাহী ধোপাদী মডেল স্কুলের ২৫ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান

 

স্টাফ রিপোর্টার: অভয়নগর উপজেলার ঐতিহ্যবাহী ধোপাদী মডেল এডাস স্কুলের ২৫ বছর পূর্তি উপলক্ষে কৃতি শিক্ষার্থীদের পুরষ্কার প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার(২৭/১১/২১) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে এ সমাবেশ। সমাবেশে ২৫ বছরে অর্জিত কৃতিত্ব তুলে ধরা হয়। এসব কৃতিত্বের মধ্যে রয়েছে ট্যলেন্টপুল বৃত্তি ৮ জন, সাধারণ বৃত্তি ২৬ জন,এডাস বৃত্তি ১২০ জন, আফসার উদ্দিন বৃত্তি ৪৫ জন,এপিএস বৃত্তি ৬জন,জিপিএ ৫ প্রাপ্ত সংখ্যা ২৫ জন এবং জিপিএ ৪ প্রাপ্ত সংখ্যা ৩৫ জন।

 

সমাবেশে ২০১৯ সালে ১৩ জন এডাস বৃত্তি প্রাপ্তদের ক্রেস্ট ও সম্মানী তুলে দেওয়া হয়। এছাড়া বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা জাতীয় সংসদের সাব্কে সদস্য এম এম আমিন উদ্দিনকে সম্মাননা প্রদান করা হয় এবং নব নির্বচিত ওয়ার্ড কাউন্সিলর তালিম হোসেন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর রোকেয়া খাতুনকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা নজরুল ইসলাম সরদার। এছাড়া প্রধান অতিথির বক্তব্য রাখেন, এম এম আমিন উদ্দিন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ওয়ার্ড কাউন্সিলর তালিম হোসেন, সাবেক ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রউফ মোল্যা, জাকির হোসেন সরদার, ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভপতি তপন কুমার বসু, মডেল এডাস স্কুলের পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক অসিত বোস, নির্বাহী সদস্য আশিকুর রহমান মিঠু, তৌহিদুর রহমান, রাজিব হোসেন প্রমুখ।