Type to search

অবৈধ ভাবে বন্যপ্রাণী নিজ দখলে রাখার দায়ে ০১ জনকে পঁচিশ হাজার টাকা অর্থদন্ড প্রদান

নড়াইল

অবৈধ ভাবে বন্যপ্রাণী নিজ দখলে রাখার দায়ে ০১ জনকে পঁচিশ হাজার টাকা অর্থদন্ড প্রদান

প্রেস বিজ্ঞপ্তি:;

        র‌্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে দুর্ধর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারী, প্রতারক ও বিভিন্ন চাঞ্চল্যকর ঘটনার আসামী, গ্রেফতারসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করে জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

        এরই ধারাবাহিকতায় অদ্য ১৪ মে ২০২২ ইং তারিখ আনুমানিক ১৩০০ ঘটিকা হতে ১৪০০ ঘটিকা পর্যন্ত পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, লেঃ কমাঃ এম নাজিউর রহমান এবং এএসপি এইচ এম শফিকুর রহমান এর নেতৃত্বে র‌্যাব-৬, খুলনার (সদর কোম্পানি ও সিপিসি-৩, যশোর কোম্পানি) যৌথ আভিযানিক দল নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান এবং বনপ্রানী ব্যবস্থাপনা ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা রাজু আহমেদ এর সহযোগীতায় নড়াইল জেলার লোহাগড়া থানার অন্তর্গত নিরিবিলি পিকনিক স্পট, রামপুরা এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালানাকালে অবৈধভাবে ১। মেছোবিড়াল-০১ টি, ২। অজগর-০১টি,  বানর-০২টি, ৪। ভাল্লুক-০১টি, নিজ দখলে রাখার দায়ে বন্যপ্রানী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর ধারা- ৪০, ৩৪(খ), ধারা মোতাবেক ১। মোঃ সাহিদুল ইসলাম (৪৫) পিতাঃ মোঃ ইলাহান উদ্দিন মোল্লা, সাং-মূলদাহির, থানা-লোহাগড়া, জেলা-নড়াইল’কে ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়। যার মোবাইল কোর্ট মামলা নং-৪৮/২২ তারিখ ১৪/০৫/২০২২। পরবর্তীতে আটককৃত বন্যপ্রানী বন্যপ্রানী ব্যবস্থাপনা ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা রাজু আহমেদ এর নিকট হস্তান্তর করা হয়। উদ্ধারকৃত বন্যপ্রানী সমূহ অচীরেই সুন্দরবনে অবমুক্ত করা হবে।

  পরবর্তীতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক আদায়কৃত জরিমানার অর্থ সরকারী কোষাগারে জমা করা হয়।