Type to search

১১ হাজার ৯০১ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন

অর্থনীতি

১১ হাজার ৯০১ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন

 

অপরাজেয় বাংলা ডেক্স : সরকারি কোম্পানিগুলোকে নিজস্ব অর্থায়নে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৪ মে) একনেক সভায় তিনি এ অনুশাসন দিয়েছেন। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

এর আগে, মঙ্গলবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। অনুমোদন দেয়া হয় ১০টি প্রকল্প, যার মোট ব্যয় ১১ হাজার ৯০১ কোটি ৩৩ লাখ টাকা।

প্রকল্পগুলো বিশ্লেষণ করে দেখা যায়, আরো ২ বছর পেছাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতালের নির্মাণ প্রকল্প। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের আওতায় নির্মাণাধীন এই হাসপাতালের কাজ শেষ হবার ছিলো ২০২০ সালে। কিন্তু এখন সময় ধরা হয়েছে ২০২২ এর ডিসেম্বর। তবে ব্যয় বাড়ছে না। বিটিসিএল এর টেলিযোগাযোগ ব্যবস্থা উন্নতকরণের একটি প্রকল্প অনুমোদিত হয়। যদিও, প্রধানমন্ত্রী বলেছেন, সরকারি কোম্পানিগুলোকে নিজ খরচেই এসব প্রকল্প বাস্তবায়ন করা উচিৎ।

সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, চুক্তি থাকলেও, ভারত যৌক্তিক কারণেই বাংলাদেশকে টিকা দিচ্ছে না।

সূত্র,ডিবিসি নিউজ