Type to search

সীমান্তে হত্যা বন্ধে একমত বাংলাদেশ-ভারত

জাতীয়

সীমান্তে হত্যা বন্ধে একমত বাংলাদেশ-ভারত

ডেস্ক রিপোর্টঃ সীমান্তে হত্যা বন্ধে একমত হয়েছে বাংলাদেশ-ভারত। দুই দেশের সীমান্ত রক্ষা বাহিনীর চার দিনের মহাপরিচালক পর্যায়ের সম্মেলন শেষে সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন দুই মহাপরিচালক।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে, শেষ হয় দুই দেশের সীমান্তরক্ষা বাহিনীর মহাপরিচালক পর্যায়ের এই বৈঠক। গণমাধ্যমের সামনে তুলে ধরা হয় সম্মেলনের নেয়া সিদ্ধান্তগুলো। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন দুই দেশের সীমান্ত বাহিনীর মহাপরিচালক।

সীমান্ত হত্যা কেন বন্ধ হচ্ছে না এমন প্রশ্নের জবাবে বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্থানা বলেন, এই ঘটনা শূণ্যে কোঠায় আনতে প্রতিজ্ঞাবদ্ধ তারা।

অন্যদিকে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম বলেন, সীমান্ত হত্যা বন্ধে যে সব জায়গায় বেশি হত্যাকাণ্ড হচ্ছে সেখানে শিগগিরই যৌথ টহল করবে দুই দেশের সীমান্ত বাহিনী।

সম্মেলনে মাদক পাচার ঠেকাতেও দুই দেশ সম্মত হয়েছে। দুই দেশের সীমান্ত বাহিনীর মধ্যে আরো সুসম্পর্ক স্থাপনের বিষেয়েও আলোচনা হয় সম্মেলনে।

সূত্র: DBC News

Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *