Type to search

যশোরে  র‌্যাবের অভিযানে  মদকসহ  এক ব্যবসায়ী গ্রেফতার

যশোর

যশোরে  র‌্যাবের অভিযানে  মদকসহ  এক ব্যবসায়ী গ্রেফতার

 

 

স্টাফ রিপোর্টার- রোববার সকাল দশটায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব৬, সিপিসি-৩,যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি সোহেল পারভেজ এর নেতৃত্বে  একটি আভিযানিক দল যশোর জেলার শার্শা থানাধীন নাভারণ বাজারস্থ সাতক্ষীরা মোড়ের যাত্রী ছাউনির সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ নিজাম উদ্দিন (৪৫), পিতা- মৃত লাল মিয়া, সাং-ভবেরবেড়, থানাঃ বেনাপোল পোর্ট, জেলাঃ যশোর’কে (ক) ১০৫ (এক শত পাঁচ) লিটার চোলাইমদ (খ) ০১ টি লাল রংয়ের  মোবাইল সেট, সীম নং-০১৯০৪৯১৯০১১  সহ  গ্রেফতার করা হয়।   ধৃত আসামীকে ও জব্দকৃত মালামাল যশোর জেলার শার্শা  থানায়  হস্তান্তর এবং ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর সারনী ক্রমিক ২৪ (গ) ধারায় মামলা রুজু হয়।

খবর বিজ্ঞপ্তির