Type to search

যশোরে র‌্যাবের অভিযানে ২শপিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

যশোর

যশোরে র‌্যাবের অভিযানে ২শপিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ  র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এর নেতৃত্বে একটি আভিযানিক দল যশোর জেলার ঝিকরগাছা থানাধীন ঝিকরগাছা বাজারস্থ কপোতাক্ষ ব্রীজের পশ্চিম পাশের্^ যশোর বেনাপোল হাইওয়ে পাঁকা রাস্তার উপর বৃহস্পতিবার বিকাল চারটায় অভিযান পরিচালনা করে মোঃ রাইহান হোসেন (২৪) (চালক), পিতা মোঃ রফিকুল ইসলাম, সাং-কাটাখালি, , মোঃ নাহিদ হাসান (২৩), পিতা-রুহুল আমিন, সাং-শিওরদাহ্, ৩। ইমরান হক @ অর্ণব (২১), পিতাঃ ইনামুল হক বাবু, সাং-বাগুড়ি, এ/পি থানাঃ শার্শা, এ/পি নানা মোঃ সিরাজুল ইসলাম, সাং-কৃষ্ণনগর, সর্ব থানাঃ ঝিকরগাছা, জেলাঃ যশোর’কে (ক) ২০২ (দুইশত দুই) পিস ইয়াবা, এবং মাদক বহনকৃত প্রাইভেটকার-০১ (এক) টিসহ হাতে নাতে গ্রেফতার করা হয়।এবং ধৃত আসামী ও জব্দকৃত আলামত যশোর জেলার ঝিকরগাছা থানায় হস্তান্তর এবং ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর সারনী ক্রমিক ১০ (ক)/৩৮ ধারায় মামলা রুজু করা হয়।