ময়মনসিংহের জেলা প্রশাসক করোনায় আক্রান্ত
নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মো. মিজানুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এই খবর নিশ্চিত হওয়া গেছে।
ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলম ও জেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. মশিউল আলম এ খবর নিশ্চিত করেছেন। ময়মনসিংহ জেলায় গতকাল ২৬২ জনের নমুনা পরীক্ষা করে ৩৪ জনের পজিটিভ রিপোর্ট আসে। এর মধ্যে ময়মনসিংহ সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকার ১৮ জন, মুক্তাগাছা উপজেলার পাঁচজন, ত্রিশালের চারজন, ভালুকার তিনজন, ঈশ্বরগঞ্জের দুজন এবং তারাকান্দা ও গফরগাঁও উপজেলার একজন করে করোনায় আক্রান্ত হয়েছেন। জেলায় এ পর্যন্ত দুই হাজার ৭৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ২৮ জন।
জেলা প্রশাসক মো. মিজানুর রহমান গত বছরের ২ জুলাই ময়মনসিংহে যোগ দেন। তিনি বিসিএস ২০তম ব্যাচের কর্মকর্তা।