মানুষের দুর্দশায় পাশে দাঁড়ানোই আ’লীগের ৭ দশকের ঐতিহ্য: ওবায়দুল কাদের
ডেস্ক রিপোর্টঃ মানুষের দুর্দশায় পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়াই আওয়ামী লীগের ৭ দশকের ঐতিহ্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে যুক্ত হয়ে একথা বলেন তিনি। কাদের বলেন, যে কোন দূযোগে মানুষের পাশে দাড়িয়ে গণমানুষের আশা-আকাঙ্খার প্রতিক ও আস্থার ঠিকানায় পরিণত হয়েছে ঐতিহ্যেবাহী রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ। তিনি বলেন করেনা মোকাবিলায় নানা সীমাবদ্ধতা স্বত্বেও শেখ হাসিনা সরকার সংক্রমণ রোধ, চিকিৎসা ও মানুষের সুরক্ষায় কাজ করছেন।