মাদক প্রতিরোধ বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সাথে সমন্বয় সভা
শামছুজ্জামান মন্টু, ভ্রাম্যমাণ প্রতিনিধি-
গতকাল অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বাংলাদেশ সরকারের ক্যাবিনেট ডিভিশন ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বৃটিশ কাউন্সিলের সহযোগিতায় ও বিবেকানন্দ যুব সংঘের বাস্তবায়নে মাদক প্রতিরোধ বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রত্যেক ওয়ার্ড পর্যায়ে মাদক বিষয়ক সভা অনুষ্ঠানের জন্য পরিকল্পনা গ্রহন করা হয়। এছাড়া ধর্মীয়ভাবে , পারিবারিকভাবে ও সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে এবং স্কুল- কলেজে মাদক প্রতিরোধে বিভিন্ন কর্মসূচী গ্রহন করার পরিকল্পনা নেওয়া হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক শিক্ষক চিত্তরঞ্জন বিশ্বাস । প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ২ নং সুন্দলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিকাশ রায় কপিল। এছাড়া বৃটিশ কাউন্সিলের ডি এফ খোদেজা বেগম, মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অধীর কুমার পাঁড়ে, প্রধান শিক্ষক গৌতম ধর, সহঃ শিক্ষক নীলকোমল মন্ডল, ১ থেকে ৯ নং ওয়ার্ডের প্রতিনিধি ও মহিলা প্রতিনিধিবৃন্দসহ বিবেকানন্দ যুব সংঘের সিএসও প্রবীর বিশ্বাস, শ্যামল রায় ও টিওটি শংকর মল্লিকসহ ম্যাপ লিডার মহামায়া মন্ডল, সোনাতন রায়, বিশ্বজিৎ মন্ডল প্রমুখ।
মোবাঃ -০১৭১৬১৩০০৬৭