Type to search

বিশ্বে করোনা থেকে সুস্থ প্রায় এক কোটি মানুষ

আন্তর্জাতিক

বিশ্বে করোনা থেকে সুস্থ প্রায় এক কোটি মানুষ

বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে। এ ভাইরাসে সারা বিশ্বে আজ রোববার পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে এক কোটি ৬১ লাখ ৯৮ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৫৬ লাখ ৩৮ হাজার ৮৪ জন চিকিৎসাধীন এবং তাদের মধ্যে ৬৬ হাজার ২০৩ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৯৯ লাখ ১২ হাজার ২৯৮ জন সুস্থ হয়ে উঠেছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ২০ লাখ ৬১ হাজার ৬৯২ জন, ব্রাজিলে ১৬ লাখ ১৭ হাজার ৪৮০, ভারতে আট লাখ ৮৬ হাজার ২৩৫, রাশিয়ায় পাঁচ লাখ ৯৭ হাজার ১৪০ জন, চিলিতে তিন লাখ ১৬ হাজার ১৬৯, পেরুতে দুই লাখ ৬৩ হাজার ১৩০, ইরানে দুই লাখ ৫১ হাজার ৩১৯, দক্ষিণ আফ্রিকায় দুই লাখ ৬৩ হাজার ৫৪, মেক্সিকোতে দুই লাখ ৪৭ হাজার ১৭৮, পাকিস্তানে দুই লাখ ৩৭ হাজার ৪৩৪, সৌদি আরবে দুই লাখ ১৭ হাজার ৭৮২,  তুরস্কে দুই লাখ আট হাজার ৪৭৭, স্পেনে এক লাখ ৯৭ হাজার ৪৩১ জন, ইতালিতে এক লাখ ৯৮ হাজার ৩২০, জার্মানিতে এক লাখ ৯০ হাজার ৬০০,  বাংলাদেশে এক লাখ ২২ হাজার ৯০, কাতারে এক লাখ পাঁচ হাজার ৭৫০, কানাডায় ৯৯ হাজার ১১৫ জন, ফ্রান্সে ৮০ হাজার ৮১৫ জন এবং চীনের মূল ভূখণ্ডে ৭৮ হাজার ৯০৮ সুস্থ হয়ে উঠেছে।

এ ছাড়া কুয়েতে ৫৩ হাজার ৬০৭ জন, সংযুক্ত আরব আমিরাতে ৫১ হাজার ৬২৮, , সিঙ্গাপুরে ৪৫ হাজার ৩৫২, সুইজারল্যান্ডে ৩০ হাজার ৫০০, দক্ষিণ কোরিয়ায় ১২ হাজার ৮৯০, অস্ট্রেলিয়ায় আট হাজার ৬৫৬ এবং মালয়েশিয়ায় ৯ হাজার ১৭ জন  সুস্থ হয়ে উঠেছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং ছয় লাখ ৪৮ হাজার ৩৯৯ জন রোগী মারা গেছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Tags: