Type to search

যশোরের জাতীয় গ্রন্থাগার দিবস পালন

চৌগাছা

যশোরের জাতীয় গ্রন্থাগার দিবস পালন

শ্যামল দত্ত যশোর থেকেঃ গ্রন্থাগারে বই পড়ি “স্মার্ট বাংলাদেশ গড়ি ” এই স্লোগান সামনে রেখে যশোরে জাতীয় গ্রস্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার-সনদ বিতরণ করা হয়েছে । সোমবার(৫ ফেব্রুয়ারি) সকাল সারে ১০ টায় জেলা সরকারি গণ গ্রন্থাগারের সভা কক্ষে জেলা সরকারি গণ গ্রস্থাগার অফিসের আয়োজনে এক আলোচনা সভায় যশোর জেলা সরকারি গণ গ্রন্থাগার সহকারী
লাইব্রেরিয়ান মমতাজ খাতুনের সভাপতিত্বে ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা অতিরিক্ত জেলা প্রশাসক এস এম শাহিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বিশেষ শাখা ফিরোজ কবির, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন,জেলা প্রতিবন্ধী বিষয়ক
কর্মকর্তা মুনা আফরিন, স্বাগত বক্তব্য দেন জেলা সরকারি রেফারেন্স এ্যাসিস্ট্যান্ট রাশেদুল ইসলাম এছাড়া উপস্থিত ছিলেন যশোর সরকারি এম এম কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাবেক উপজেলা মৎস্য অফিসার হরিদাস কুমার দেবনাথ, জেলা সরকারি গণ গ্রন্থাগার কম্পিউটার অপারেটর দেবব্রত,চৌগাছা সমতা গণগ্রন্থাগার সভাপতি সাংবাদিক শ্যামল দত্ত সহ বিভিন্ন বেসরকারির গ্রন্থাগার সভাপতি /সম্পাদক ও স্কুল-কলেজের শিক্ষার্থী। অনুষ্ঠান শেষে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে বই পাঠ, রচনা প্রতিযোগিতা, চিত্র অংকন, উপস্থিত বক্তব্য প্রতিযোগীতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানকারী শিক্ষার্থীর মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।