Type to search

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে এই দেশ পাঁচ পাঁচ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল

জাতীয়

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে এই দেশ পাঁচ পাঁচ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল

আমাদের সময় ডট কম নিউজ- শুক্রবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপির সমালোচনা করে তিনি বলেন, বিএনপি দেশের জন্য কোনো কল্যাণ করতে পারে না। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় ছিল। তাদের আমলে এই দেশ পাঁচ পাঁচ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। সন্ত্রাস, জঙ্গিবাদ, গ্রেনেড হামলা, দুই এমপিকে হত্যা, আমাদের হাজার হাজার নেতাকর্মীর ওপর অমানুসিক নির্যাতন কিছুই বাদ রাখেনি তারা।

শেখ হাসিনা বলেন, যারা গণহত্যা করেছে, যারা যুদ্ধাপরাধী, তাদের নিয়ে জোট করেছিল বিএনপি। আর তাদের কাজই ছিল সন্ত্রাস। তবে সবচেয়ে জঘন্য ছিল অগ্নিসন্ত্রাস। পাঁচ শতাধিক মানুষকে তারা আগুনে পুড়িয়ে মেরেছে। আহত হয়েছে হাজার হাজার মানুষ। অনেক মানুষের জীবন নষ্ট করে দিয়েছে। আর সে কারণেই জনগণ তাদের জবাব দিয়েছিল নির্বাচনে। বিএনপি ভুলে যায়, ২০০৮ সালের নির্বাচনে তারা মাত্র ২৯টি সিট পেয়েছিল। পরের একটি নির্বাচন তারা বয়কট করে। আরেকটি নির্বাচনে তারা অংশ নেওয়ার মানে একই আসনে তিন জন, চার জন করে মনোনয়ন দিয়ে বাণিজ্য করে, কিন্তু সত্যিকার অর্থে নির্বাচন করেনি।