প্রধানমন্ত্রী প্রতিটি বিষয়ে নজরদারি করছেন বলে জানিয়েছেন ওবায়দুল কাদের
ডেস্ক রিপোর্টঃ প্রধানমন্ত্রী প্রতিটি বিষয়ে নজরদারি করছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে নিজ বাসভবন থেকে দলীয় সভাপতির কার্যালয়ে যুক্ত হয়ে ভিডিও কনফারেন্সে এ সব কথা বলেন। জানান করোনা মোকাবিলায় নানান সীমাবদ্ধতা সত্তে¡ও সরকার সংক্রমণ রোধ, চিকিৎসা ও মানুষের সুরক্ষায় কাজ করে যাচ্ছে।