Type to search

চৌগাছায় বাল্য বিয়ে প্রতিরোধে সমন্বয়সভা

চৌগাছা

চৌগাছায় বাল্য বিয়ে প্রতিরোধে সমন্বয়সভা

শ্যামল দত্ত চৌগাছা থেকেঃ

চৌগাছায় বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমস্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০আগস্ট) মঙ্গলবার বেলা ১১.৩০ মিনিটে উপজেলাপরিষদ মিলনায়তনে ব্র্যাক চৌগাছা সামাজিকক্ষমতায়ন ও আইনিসুরক্ষাকর্মসূচিউদ্দোগেউপজেলাবাল্যবিবাহনিরোধকমিটির সাথে এক সমন্বয়সভায় উপজেলা নির্বাহী অফিসার ইরুফাসুলতানা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবেউপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ড. মোঃ মোস্তানিছুররহমান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশিষ মিশ্র জয়, পৌর মেয়র নূর উদ্দিন আল-মামুন হিমেল , উপজেলা মহিলাভাইস চেয়ারম্যান নাজনিন নাহার পপি, উপজেলা সহকারী ভ’মি গুঞ্জন বিশ্বাস,উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান,উপজেলা মৎস্য অফিসার হরিদাস দেবনাথ, মহিলা বিষক অফিসার ইম্মে ছালমা আক্তার. উপজেলা আনসার ভিডিপিকর্মকর্তা মমতাজ পারভিন, উপজেলাসমাজসেবাকর্মকর্তা মেহেদী হাসান, চৌগাছা থানার তদন্ত ওসি ইয়াছিন আলম চৌধরী ,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান,হামিদ মল্লিক,এস এম মোমিনুর রহমান,মাসুদুল হাসান,আবুল কাশেম,নুরুল কদর,চৌগাছা প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান রিন্টু,সাংগঠনিক সম্পাদক শ্যামল দত্ত,প্রেসক্লাবের সদস্য রোকনুজ্জামান সুমন। এ ছারা উপস্থিত ছিলেন ওয়ার্কশপে ব্র্যাকেরসামাজিকক্ষমতায়ন ও আইনিসুরক্ষাকর্মসূচির জেলাব্যবস্থাপক শংকররায় চেšধুরী বলেন,বাল্যবিয়েপ্রতিরোধে চৌগাছাউপজেলারফুলসারা, ধুলিয়ানী,চৌগাছা,পৌরসভাএবংইউনিয়নের ১০ টিগ্রামেবাল্যবিয়েরঝুঁকিতে থাকা ১২ থেকে ১৮ বছরবয়সেরনিচেকিশোরীদেরজরিপেরমাধ্যমে তথ্য সংগ্রহকরে,তথ্য কার্ড বিতরনকরাহচ্ছে। তথ্য কার্ডে কিশোরীরজন্ম তারিখ, ১৮ বছরপূর্ণ হওয়ারতারিখউল্লেখকরারপাশাপাশিকিশোরীরাবাল্যবিয়েবন্ধেরজন্য উপজেলানির্বাহীকর্মকর্তা ও থানাভারপ্রাপ্তকর্মকর্তার মোব্্্্্্্্্্াইল নম্বর দেওয়াহচ্ছেএবংজাতীয় হেল্পলাইন নম্বর ও দেওয়াহয়। ওয়ার্কশপে ব্র্যাকেরপক্ষেআরোউপস্থিত ছিলেনফাতেমাখাতুন,ডেপুটিম্যানেজার, সামাজিকক্ষমতায়ন ও আইনিসুরক্ষাকর্মসূচি,আঞ্চলিককার্যালয়,যশোর।