Type to search

নড়াইলে সন্তানসহ মধুমতি নদীতে পড়ে নিখোঁজ পুলিশ সদস্যর লাশ উদ্ধার

জাতীয়

নড়াইলে সন্তানসহ মধুমতি নদীতে পড়ে নিখোঁজ পুলিশ সদস্যর লাশ উদ্ধার

নড়াইল প্রতিনিধি,মির্জা মাহামুদ : অবশেষে নিখোঁজের প্রায় ৩৭ ঘন্টা পর নড়াইলের লোহাগড়ার কালনা ঘাট এলাকায় মধুমতি নদীতে নিখোঁজ হওয়া পুলিশ সদস্য আবু মুসা রেজওয়ান মোল্যার(২৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। কিন্তু এখনো নিহত পুলিশ সদস্যের শিশু পুত্র আনাসের খোঁজ মেলেনি। গত শুক্রবার এ দুর্ঘটনা ঘটার পর থেকে উদ্ধার অভিযান চললেও গত শনিবার সন্ধ্যায় উদ্ধার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান জানান, রবিবার(৩০ আগষ্ট) সকাল সাড়ে ১০ টার দিকে লোহাগড়ার মহিষাাপাড়া ঘাট এলাকায় (কালনা ঘাট থেকে ২কিলোমিটার দক্ষিণে) মধুমতি নদীতে লাশ ভাসতে দেখে এলাকার লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে কাশিয়ানি থানা পুলিশ লাশ উদ্ধার করে। পরে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে পরিবারের কাছে সকাল ১২ টার দিকে লাশ হস্তান্তর করে পুলিশ।লাশ বাড়ীতে পৌছালে কান্নায় ভেঙ্গে পড়ে স্বজনেরা। গত শুক্রবার বিকাল ৫ টার দিকে লোহাগড়ার চাচই গ্রামের আজাদ মোল্যার ছেলে পুলিশ কনস্টবল আবু মুসা রেজওয়ান মোল্যা(২৮) তার স্ত্রী সাদিয়া বেগম ও ছয় মাস বয়সী শিশুপুত্র আনাস সহ ৬ জনে মিলে নৌকা ভ্রমণে মধুমতি নদীতে যান।

সন্ধ্যা ৭ টার দিকে বাড়ি ফেরবার জন্যে রওনা হলে কালনা ঘাটের কাছে এসে ট্রলারের ইঞ্জিন নষ্ট হয়ে যায়। ফলে ট্রলারটি চালকের নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। প্রচন্ড স্রোতে থাকায় দিশেহারা হয়ে পড়েন চালক। এক পর্যায়ে দ্রুত গিয়ে ট্রলারটি নির্মাণাধীন মধুমতি সেতুর নদীর মাঝের শিটপাইলের সাথে আঘাত লাগে। পুলিশ কনস্টেবল আবু মুসা রেজওয়ান শিশু পুত্রকে নিয়ে নৌকার উপর দাঁড়িয়ে ছিলেন। সজোরে ধাক্কা লাগায় আবু মুসা শিশু পুত্রকে নিয়ে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন।

Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *