নাটোরে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নাটোর জেলা প্রতিনিধিঃ নাটোর শহরের উপকন্ঠ থেকে শচীন মন্ডল(৮০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলাএগারোটার দিকে শহরের হাজরা নাটোর মন্ডল পাড়া এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করে পুলিশ। শচীন মন্ডল একই এলাকার মৃত হরিপদ মন্ডল এর ছেলে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, শচীন চন্দ্র মন্ডল সোমবার সকাল ৮টার দিকে গরু নিয়ে বাড়ির পাশে মাঠে যায়। দশটার দিকে বাড়িতে খেতে না আসায় তার ছোট বোন লহ্মী রানী তার খোঁজখবর নিতে যায়। সেখানে গিয়ে সে একটি গাছের সঙ্গে শচীন মন্ডল এর ঝুলন্ত মরদেহ দেখতে পায়।পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে আত্মহত্যা না হত্যা বা কীভাবে তার মৃত্যু হয়েছে তা জানাতে পারেনি পুলিশ।