Type to search

ছাত্রলীগ নেতার মাদক সেবনের ছবি ভাইরাল

জাতীয়

ছাত্রলীগ নেতার মাদক সেবনের ছবি ভাইরাল

অপরাজেয় বাংলা ডেক্স-ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার এক নেতার মাদক সেবনের (গাঁজা) ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় সংগঠনটির নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে শুরু হয়েছে সমালোচনা।
খোঁজ নিয়ে জানা গেছে, গাঁজা সেবনকারী রাজিব আহমেদ বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল শাখার সাংগঠনিক সম্পাদক এবং একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের স্নাতকোত্তর বিভাগের শিক্ষার্থী। উক্ত ছাত্রলীগ নেতা ঢাবি বিজয় ৭১ হলের যমুনা ব্লকের ১১০০৭ নম্বর রুমের আবাসিক শিক্ষার্থী।
এছাড়াও ২০১৭ সালের ৩ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটকের এক নারী কর্মীর গাড়ি আটকে চাঁদাবাজি করার অভিযোগও রয়েছে রাজীবের বিরুদ্ধে।
তবে গাজা সেবনের বিষয়টি অস্বীকার করেছেন রাজিব। তিনি বলেন, ‘আমি কোনো মাদক গ্রহণ করি না।’ ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিটির বিষয়ে তিনি বলেন, ‘আমি যেহুতু মাদক গ্রহণের সাথে জড়িত না, তাই এ ধরনের কোনো ছবি ছড়িয়ে পড়লে সেটা এডিট করা।’
জানা যায়, রাজীবের বিরুদ্ধে এর আগেও মাদক গ্রহণের অভিযোগ উঠেছিল। বিষয়টি নিয়ে বিজয় একাত্তর হল ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) সজিবুর রহমান সজিব বলেন, ‘ছবিটা না দেখে এ বিষয়ে কিছু বলতে পারব না। তবে তার বিরুদ্ধে এর আগেও এ ধরনের অভিযোগ এসেছে।’
তিনি আরও বলেন, ‘সে হলের রুমে গভীর রাতে গান-বাজনা করে। এতে সাধারণ শিক্ষার্থীদের অসুবিধা হয়। এ বিষয়ে হল প্রশাসনের কাছে অভিযোগও করা হয়েছে।’